১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র, নিষ্পত্তি হয়নি শিরোপার

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র, নিষ্পত্তি হয়নি শিরোপার - সংগৃহীত

জিতলেই শিরোপা, এমন সমীকরণ নিয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব- ২০ চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এমন উপলক্ষের ম্যাচে জেতেনি কেউ। ড্র হয়েছে ১-১ গোলে।

চিরপ্রতিদ্বন্দ্বীদের এই ম্যাচে ফল না আসায় বাড়ছে শিরোপা নিষ্পত্তির অপেক্ষা। দুই দলের পয়েন্টই এখন সমান ১০। ফলে এখন শেষ ম্যাচের উপর নির্ভর করছে শিরোপা ভাগ্য।

গ্রুপ পর্বে এই আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরেছিল হলুদ জার্সিধারীরা। ব্রাজিলের জন্য এই ম্যাচটা ছিল প্রতিশোধের। অন্যদিকে আত্মবিশ্বাসের পাহাড় নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে কেউ পারেনি লক্ষ্যে পৌঁছাতে।

ফলে দুই দলের পয়েন্ট এখন সমান ১০। শেষ ম্যাচে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে আর আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই ম্যাচগুলোর উপর নির্ভর করবে কী হতে চলেছে, শিরোপা উঠছে কার হাতে।

কারাকাস আজ শুক্রবার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। আক্রমণ, বলদখল ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল তারাই। বিপরীতে পুরো উল্টো চিত্র ছিল ব্রাজিলের। তেমন একটা সুবিধা করতে পারেনি তারা।

ভালো খেলার পুরস্কার প্রথমার্ধেই পায় আলবিসেলেস্তারা। গোল করেন ক্লদিও এচেভেরি। গোলটা আসে পেনাল্টি থেকে। ম্যাচের ৩৮ মিনিটে হুলিও সোলারকে বক্সের ভেতর ব্রেনো বাইদন ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করার সব রকম চেষ্টাই করে আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যেতে থাকে তাদের আক্রমণ। অন্যদিকে তখনো নিজেদের পুরোপুরি গুছিয়ে তুলতে পারেনি সেলেসাওরা।

অবশেষে ব্রাজিলকে দেখা দেয় ছন্দে। ৭৮তম মিনিটে এসে ম্যাচে ফেরে তারা। ইগর সিরোতের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলকে সমতা এনে দেন রায়ান। তাতে জমে উঠে খেলা। আরো আগ্রাসী হয়ে ওঠে ব্রাজিল।

তবে শেষ পর্যন্ত ব্রাজিল বা আর্জেন্টিনা কেউ আর গোলের দেখা পায়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। সেই সাথে বাড়ে শিরোপার অপেক্ষা।


আরো সংবাদ



premium cement
নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কেন তেহরান থেকে রাজধানী স্থানান্তরের কথা ভাবছে ইরান? শিবপুরে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার কাশিয়ানীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বের শীর্ষে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে ঢাকায় পতন, চট্টগ্রামে উত্থান রুশ-মার্কিন আলোচনার ক্ষুব্ধ জেলেনস্কি, ট্রাম্পের জবাব কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি, অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজী আটক উদ্বোধনী ম্যাচের আগে দর্শকের আনন্দ দেবে পাকিস্তান বিমানবাহিনী শনিবার ৬ ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে হামাস

সকল