১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

রিয়াল ম্যাজিকে হেরে গেল সিটি

সিটিকে হারিয়ে রিয়ালের উৎসব - ছবি : সংগৃহীত

সিটির দিন ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার রেসে পাল্লা দিয়ে মাঠে নেমেছে রিয়ালের সাথে। রিয়ালও তেমনটা সুবিধাজনক অবস্থানে নেই। তাই দু’দলের লড়াইটা ভালোই জমেছে। সিটি নিজেদের মাঠে ভালো করার সুযোগ থাকলেও পেরে উঠেনি তারা।

লিগের প্লে অফের প্রথম লেগে রিয়ালকে হারানোর সুযোগ হাতছাড়া করল সিটি। খেলার শুরুর দিকে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। রিয়াল ম্যাজিকে শেষ মিনিটের গোলে ৩-২ গোলে হেরেছে পেপ গার্দিওলার সিটি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে সিটির নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলার শুরুর দিকে দারুণ সুযোগ তৈরি করে রিয়াল মাদ্রিদ। কিন্তু সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠাতে পারেনি তারা।

খেলায় সিটির শুরুটা ভালোই ছিল থিবো কর্তুয়ার জালে বল পাঠিয়ে দেয় গার্দিওলার দল। জ্যাক গ্রেলিসের বাড়ানো বল বুক দিয়ে ধরে আর্লিং হালান্ডকে শট নেয়ার সুযোগ করে দেন জোসকো গার্দিওল। হলান্ড সেই সুযোগ হাতছাড়া না করেই দুর্দান্ত শটে বল জালে পাঠান।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ফিরে আসার ম্যাজিকটা নতুন না। আবারো সিটিকে হারিয়ে ইত্তিহাদে সেই ম্যাজিকটা দেখালো রিয়াল। জয়ের পথে থাকা ম্যাচের শেষ ছয় মিনিটে রিয়াল খেলাটা ঘুরিয়ে দিল কিলিয়ান এমবাপ্পেরা। অতিরিক্ত সময়ে করা গোলে শেষ জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

খেলার শুরুতে দেয়া সিটির সেই গোল খেলার ৬০ মিনিটের মাথায় শোধ করেন এমবাপ্পে। এরপর আবার লিড নেয় ম্যানসিটি। ৮০ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। খেলার বাড়তি সময়ের দ্বিতীয় মিনিটে জুড বেলিংহ্যাম সিটির জালে বল পাঠান। এতেই জয় নিশ্চিত করে রিয়াল। সিটি শেষ গোলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো। তার আর হয়ে উঠেনি।


আরো সংবাদ



premium cement