১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

এফএ কাপে চেলসিকে হারিয়ে পঞ্চম রাউন্ডে ব্রাইটন

চেলসিকে হারিয়ে পঞ্চম রাউন্ডে ব্রাইটন - ছবি : সংগৃহীত

চেলসিকে হারিয়ে ইংলিশ দি ফুটবল অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জ কাপের (এফএ) পঞ্চম রাউন্ডে উঠেছে ব্রাইটন। নিজেদের মাঠে দুর্দান্ত কামব্যাক করে পঞ্চম রাউন্ডে ওঠে এল দলটি।

চতুর্থ রাউন্ডের লড়াইয়ে ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। এর মধ্য দিয়ে এফএ কাপ থেকেও বিদায় নিতে হলো এনজো মারেস্কার দলকে।

খেলার শুরুতেই অ্যামেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে আত্মঘাতী গোল হজম করে ব্রাইটন। মাত্র ৫ মিনিটে গোলরক্ষক বার্ট ভেরব্রুগেন ভুল করে কোল পালমারের ক্রস থেকে আসা বল নিজের জালে জড়িয়ে ফেলেন। এতে ম্যাচের প্রথম ধাপেই এগিয়ে যায় চেলসি। পরে ৭ মিনিট পর জর্জিনিও রুটারের দারুণ হেডে ১-১ গোলে সমতায় ফেরে ব্রাইটন।

চেলসি বিরতির আগেই সুযোগ পেয়েছিল। তবে কাজে লাগাতে পারেনি তারা। খেলার দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের মাথায় কাওরু মিতোমা চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজকের গোলে ২-১ এগিয়ে যায় ব্রাইটন। স্বাগতিকরা শেষ পর্যন্ত জায়গা করে নেয় এফএ কাপের পঞ্চম রাউন্ডে।

গেল ডিসেম্বরের শুরু থেকে কোনো প্রতিযোগিতায় অ্যাওয়ে ম্যাচ জিততে পারেনি চেলসি। কোচ এনজো মারেস্কার প্রথম মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগই এখন সম্ভাব্য শিরোপার জায়গা বলা যায়।


আরো সংবাদ



premium cement