০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

সব ধরনের ফুটবলকে বিদায় বলে দিলেন মার্সেলো

মার্সেলো - ছবি : সংগৃহীত

বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিলেন ব্রাজির কিংবদন্তি মার্সেলো। আর কখনো মাঠে দেখা যাবে না তাকে। সব ধরনের ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। দিয়েছেন অবসরের ঘোষণা।

গত নভেম্বরে কোচের সাথে বিরোধে জড়িয়ে ফ্লুমিনেন্সের সাথে চুক্তি বাতিল করেন মার্সেলো। এরপর থেকে ক্লাবহীন ছিলেন ৩৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

সেই ঘটনার তিন মাস পর বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায়ই বলে দেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তি।

অবসরের ঘোষণায় মার্সেলো বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার গল্পটা এখানেই শেষ। তবে ফুটবলে এখনো দেয়ার মতো আমার অনেক কিছু আছে। সব কিছুর জন্য ধন্যবাদ।’

২০০২ সালে ফ্লুমিনেন্সের বয়সভিত্তিক দলের হয়ে শুরু মার্সেলোর। ২০০৫ সালে একই ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক। দু’বছর পর অর্থাৎ ২০০৭ সালে মার্সেলো আসেন রিয়াল মাদ্রিদে। সেখানে দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা।

রিয়ালের হয়ে ছয়টি লিগ শিরোপা ও পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ২৫টি ট্রফি জয়ের অংশ ছিলেন তিনি। বিদায় বেলায় মার্সেলো স্মরণ করলেনে সেই স্মৃতিও। বলেন, ‘১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদ আমার দুয়ারে কড়া নেড়েছিল এবং আমি এখানে পা রাখি। এখন মাথা উঁচু করে বলতে পারি, আমি একজন সত্যিকারের মাদ্রিদ ভক্ত। এখানে আমি পরিবার গড়েছি। ১৬ মৌসুমে জিতেছি ২৫টি টাইটেল, রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগও। বার্নাব্যুতে অনেক স্মরণীয় মুহূর্ত পেয়েছি।’

ব্রাজিল জাতীয় দলের হয়ে মোট ৫৮ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৬টি। সেলেসাওদের জার্সিতে ২০১৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপ, ২০০৮ অলিম্পিকসে ব্রোঞ্জ ও ২০১২ অলিম্পিকসে রূপাজয়ী দলেও ছিলেন মার্সেলো।

সেই স্মৃতিও স্মরণ করে এই তারকা ডিফেন্ডার। বলেন, ‘ব্রাজিলের হয়ে খেলতে পারা সবসময়ই গর্বের। দু’টি অলিম্পিক মেডেল ও কনফেডারেশন ট্রফি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’


আরো সংবাদ



premium cement
নাজিরপুরে আইনজীবীর মাকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ পানছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১ চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু, পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে জাকসু নির্বাচন আগামী ২১ মে-এর মধ্যেই অনুষ্ঠিত হবে : জাবি ভিসি গৃহবধূকে হত্যা পর লাশ পাঠাল বাবার বাড়ি সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ঢাকায় কেন এত বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারের সহযোগিতায় পার্বত্য এলাকার পরিস্থিতিগুলো সমাধান করতে হবে : উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক গাজায় বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার বগুড়ায় গুড়িয়ে দেয়া হলো আ'লীগ ও জাসদ অফিস

সকল