০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

- ছবি : নয়া দিগন্ত

আরো একটা শিরোপার দিকে ছুটছে রিয়াল মাদ্রিদ। উঠে এসেছে কোপা দেল রের সেমিফাইনালে। লেগানেসের বিপক্ষে জমজমাট লড়াইয়ের পর শেষ চার নিশ্চিত করে লস ব্লাঙ্কোজরা।

বুধবার রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। যেখানে ৩-২ গোলে জয় পায় কার্লো আনচেলত্তির দল।

শক্তিমত্তায় বিস্তর পার্থক্য থাকলেও দু‘দলের লড়াই জমে উঠে বেশ। শেষ সময়ে স্কোর যখন ২-২, ম্যাচ গড়াতে থাকে অতিরিক্ত সময়ে, তখনই বদলি নেমে মাদ্রিদের জার্সিতে নিজের প্রথম গোলে ব্যবধান গড়ে দেন গন্সালো গার্সিয়া।

দলের দু‘তারকা কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম ছিলেন না এই ম্যাচে। প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়রকেও রাখা হয় বেঞ্চে। তবুও ১৮ মিনিটে জালের দেখা পেয়ে যায় রিয়াল, রদ্রিগোর পাসে গোল করেন লুকা মদ্রিচ।

২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। সতীর্থের পাসে বক্সে প্রতিপক্ষের পা ছুঁয়ে বল পান ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ছয় গজ বক্সের বাইরে থেকে বাকিটা সারেন এই তরুণ। স্কোর ২-০।

তবে ৩৯তম মিনিটে সফল স্পট-কিকে ব্যবধান কমান হুয়ান ক্রুস। তারই শট বক্সের ভেতর রিয়াল ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগোর বদলি নামেন ভিনিসিউস। ৫০তম মিনিটে গোল পেতে পারতেন তিনি। তবে কোনাকুনি শট পা দিয়ে ঠেকান গোলরক্ষক। খানিক পর জোড়া সুযোগ মিস করেন এন্দ্রিক।

সুযোগ মিসের মহড়ায় উল্টা ৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। প্রথমে এক সতীর্থকে বক্সে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। ফিরতি পাস পেয়ে লুলিনকে পরাস্ত করেন লেগানেস।

২-২ সমতায় ফেরার পর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যেতে থাকে রিয়াল। তবে সুযোগ মিসের মহড়া চলতেই থাকে। ব্রাহিম দিয়াস-ভিনিসিউরা বাড়াতে থাকেন আক্ষেপ। শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট।

এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেদেরিকো ভালভের্দের শট গোলরক্ষক প্রতিহত করলেও, পরের আক্রমণে ব্রাহিমের ক্রস থেকে বল পেয়ে লাফিয়ে উঠে হেডে গোল করেন গার্সিয়া।


আরো সংবাদ



premium cement