মার্চেই মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৬
মার্চেই মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দুনিয়া দেখা ফুটবলের দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে। সম্প্রতি এই ম্যাচের দিন ও তারিখ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
আগামী ২৬ মার্চ নিজেদের মাঠে ব্রাজিলকে স্বাগত জানাবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৬টায় ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত এ খেলা অনুষ্ঠিত হবে।
ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে আগামী ২২ মার্চ দুইবারের বিশ্বজয়ী উরুগুয়েকে মোকাবেলা করতে হবে আর্জেন্টিনার। উরুগুয়ের মাঠে দেখা হবে তাদের।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দুনিয়া দেখা বিশ্বজয়ী আর্জেন্টিনা। এ পর্যন্ত আর্জেন্টিনা ১২ ম্যাচ খেলে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ স্থানে রয়েছে।
অন্যদিকে ব্রাজিলের দিনকাল ভালো যাচ্ছে না। বিশ্বফুটবলের লড়াইয়ে অনেকটা পিছিয়ে গেছে তারা। সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে পাঁচবারের বিশ্বজয়ী দল ব্রাজিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা