১৮ ফুটবলারকে ডেকেছে কমিটি
- ক্রীড়া প্রতিবেদক
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৭
কোচ পিটার জেমস বাটলারের বিপক্ষে বিদ্রোহ চলছেই ১৮ নারী ফুটবলারের।
শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩ ফুটবলারকে নিয়ে অনুশীলন করান বাটলার। তবে সেই প্র্যাকটিসও বয়কট করেছেন সাবিনা খাতুনরা।
এদিকে গতকাল প্রথম সভায় বসেছিল কোচ বাটলার এবং নারী ফুটবলারদের দ্বন্দ্ব নিরসনে গঠিত বাফুফের বিশেষ কমিটি।
সভায় সিদ্ধান্ত শনিবার সন্ধ্যা ছয়টায় তারা কথা বলবে বিদ্রোহে অংশ নেয়া ১৮ ফুটবলারের সাথে। তাদের সব কথা শোনার পর কমিটি কথা বলবে কোচের সাথে। এরপরই তারা রিপোর্ট দেবে বাফুফে সভাপতির কাছে।
সভায় উপস্থিত বাফুফের এক সদস্য জানান, ‘সাবিনারা যা করছে তা অন্যায়। তারা কোচের নির্দেশ মানছে না। সংবাদ সম্মেলন করছে, অনুশীলন বয়কট করেছে। এটা অবশ্যই বন্ধ করতে হবে। আমরা কঠোর না হলে এরা তো আমাদের জিম্মি করে ফেলবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা