২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

চার ম্যাচ পর লা লিগায় জয়ের মুখ দেখলো বার্সা

-

লিগে চার ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা। রোববার ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দেয় হ্যান্সি ফ্লিকের দল। তাতে পয়েন্ট টোবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে কাতালানরা।

তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লামিন ইয়ামালের ক্রস ধরে ডি ইয়ং বল নিয়ন্ত্রণ নিয়ে জাল খুঁজে নেন। কিছুই করার ছিল না ভালেন্সিয়া গোলরক্ষক জিওর্জি মামার্দাশভিলির।

অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। আলেহান্দ্রো বাল্দের চমৎকার ক্রসে ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে জাল খুঁজে নেন তিনি। চতুর্দশ মিনিটে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। এবার গোল করেন রাফিনিয়া।

চতুর্থ ও পঞ্চম গোলটি আসে ফের্মিন লোপেসের পা থেকে। ২৪তম মিনিটে স্কোর লাইন ৪-০ করেন তিনি। আর বিরতির আগে যোগ করা সময়ে স্কোর ৫-০ করেন লোপেস।

৫৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে এক গোল শোধ করেন হুগো দুরো। সতীর্থের দারুণ ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন দুরো। তবে ৬৬তম মিনিটে আবারও পাঁচ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

লোপেসের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন লেভানডোভস্কি। যা লিগে তার ১৭তম গোল। ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ভ্যালেন্সিয়া। জালে বল পাঠালেও অফসাইডের ফাঁদে তা বাতিল হয়।

এদিকে ৭৫তম মিনিটে তরেসের শট আবার ঠেকিয়ে দেন ভালেন্সিয়া গোলরক্ষক; কিন্তু বিপদ কাটেনি পুরোপুরি। ফিরতি বলে বার্সেলোনা ফরোয়ার্ডের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন সেসার তারেগা।

৭-১ গোলের এই জয়ে ফ্লিকের কোচিংয়ে মাত্র ৩২ ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করল বার্সেলোনা। এর চেয়ে কম ম্যাচে দলটি শতগোল করেছে কেবল হেলেনিয়ো এররার কোচিংয়ে (৩১ ম্যাচে), ১৯৫৯ সালে।

একই সাথে এই জয়ে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিনে ফিরেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ। আর ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ।


আরো সংবাদ



premium cement
শিগগিরই একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন : মান্না বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির নির্দেশনা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান গোঁজামিলের ভোটার তালিকা মেনে নেয়া হবে না : মাওলানা রফিকুল ইসলাম খান ইইউ বাংলাদেশের সাথে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পক্ষে ‘হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না’ রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহবান মন্ত্রণালয়ের ঈশ্বরগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু বাউফলে ছুরিকাঘাতে অটোচালক নিহত

সকল