২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

সালাহর শত গোলের মাইলফলকে জয় পেল লিভারপুল

মিশরীয়ান ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ - ছবি : সংগৃহীত

চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছে লিভারপুল। টেবিলের শীর্ষে থেকে তলানিতে থাকা ইপসউইচকে উড়িয়ে দিল ৪-১ গোলে । নিজেদের মাঠে আধিপত্য ধরে রেখেছে আর্নে স্লটের দল। ম্যাচ শেষে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মোহাম্মদ সালাহর দল।

লিভারপুলের এই জয়ে জোড়া গোল করেছেন কোডি গাকপো, আর একটি করে গোল করেছেন মোহামেদ সালাহ ও দমিনিক সোবোসলাই।

খেলার শুরুর দিকে একাদশ মিনিটেই এক গোলে এগিয়ে যায় লিভারপুল। বক্সের বাইরে থেকে নেয়া দুর্দান্ত এক শটে সোবোসলাই দলকে এগিয়ে নেন।

মিশরীয় ফরোয়ার্ড সালাহ ৩৫ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন। দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুলের এই তারকা এ নিয়ে ১০০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে সালাহর ১৯তম এবং সব মিলেয়ে ২৩তম গোল পূর্ণ হয়েছে।

ম্যাচের প্রথমার্ধে ৪৪ মিনিটে কডি গাকপো প্রথম গোল করে লিভারপুলের জয়ে ধারায় এগিয়ে নেন। প্রথম দিকে ইপসউইচ কিছুটা বল দখলেও রাখলেও গোল পোস্টে কোনো শর্ট নিতে পারেনি।

দ্বিতীয়ার্ধে লিভারপুলের সামনে দাঁড়াতে পারেনি ইপসউইচ। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলট করেন গাকপো। ম্যাচের শেষ দিকে ইপসউইচ একটি গোল করলেও শেষ পর্যন্ত তারা জিততে পারেনি।

এ জয় নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষে থাকা লিভারপুল তাদের অবস্থান আরও নিশ্চিত করল। ২২ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ৫৩। একই রাতে আর্সেনাল উলভসকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে। অন্যদিকে, নটিংহাম ফরেস্ট বোর্নমাউথের বিপক্ষে ৫-০ গোলের বড় পরাজয়ের পরও ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।


আরো সংবাদ



premium cement