ঘুরে দাঁড়িয়ে ঘরের মাঠে বড় জয় সিটির
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:২৫
তৃতীয় মিনিটেই মারাত্মক এক ভুলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। ঘুরে দাঁড়িয়ে অবশ্য প্রথমার্ধেই সমতা ফেরায় পেপ গার্দিওলার দল। এরপর দ্বিতীয়ার্ধে আরো দু’বার বল পাঠায় চেলসির জালে। তাতে বড় জয় পায় ইংলিশ চ্যাম্পিয়নরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও চেলসি। ইতিহাদে ঘরের মাঠে ম্যাচটি ৩-১ গোলে জিতেছে সিটি। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এসেছে তারা।
এদিন তৃতীয় মিনিটেই ভুল করে বসেন ক’দিন আগে যোগ দেয়া খুশানভ। তার দুর্বল ব্যাকপাস নিয়ন্ত্রণে নিয়ে নেন নিকোলাস জ্যাকসন। এরপর বল পেয়ে ফাঁকা জালে পাঠান মাদুয়েকে।
কয়েক মিনিটের মধ্যে আরো একটা ভুল করে খাওয়াতে যাচ্ছিলেন দ্বিতীয় গোলটাও। ভুল পাস দিয়ে বসেন চেলসির পালমারকে। ভুল বুঝতে পেরে সেটা থেকে দলকে বাঁচাতে গিয়ে নিজে দেখেন হলুদ কার্ড।
তবে থিতু হতে খুব বেশি সময় নেননি তিনি। শুরুর ভুল দ্রুতই শুধরে নেন তিনি। নবম মিনিটে জ্যাডন স্যানচোর শট ঠেকিয়ে খুশানভই দ্বিগুণ হতে দেননি ব্যবধান। তবে গোলের দেখাও পাচ্ছিল না সিটি।
৩৪তম মিনিটে একবার অবশ্য জালে বল পাঠিয়েছিলেন মার্মাউশ। তবে তিনিই অফসাইডে থাকায় গোল মেলেনি। এরপর ৪২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। নুনেসের নেয়া শট চেলসি গোলরক্ষক আটকে দিলেও ফিরতি শটে ভার্দিওল সমতা ফেরান ম্যাচে।
১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে এগিয়ে যেতে পারত সিটি। তবে হলান্ডের শট ঝাঁপিয়ে ঠেকান চেলসি গোলরক্ষক। সেই হলান্ডের গোলেই ৬৭ মিনিটে এগিয়ে যায় সিটি। এডারসনের উঁচু করে বাড়ানো বল ধরে গোল করেন তিনি।
সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠা চেলসিকে উল্টা ৮৭ মিনিটে তৃতীয় গোল হজম করতে হয়। প্রতি আক্রমণে বল পেয়ে দ্রুতগতিতে এগিয়ে ডি-বক্সে ঢুকে বল জালে জড়ান ফোডেন। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি।
এই জয়ে ২৩ ম্যাচে ১২ জয় এবং ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে সিটি। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় নিউক্যাসল ইউনাইটেড পাঁচে। ২৩ ম্যাচে চেলসি ৪০ পয়েন্ট নিয়ে আছে ছয়ে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা