২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

এমবাপ্পের হ্যাটট্রিক, রিয়াল মাদ্রিদের বড় জয়

-

রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজেকে বেশ ভালোই মানিয়ে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। আগের ম্যাচে জোড়া গোলের পর এবার রীতিমতো হ্যাটট্রিক আদায় করে নিলেন তিনি। যা লস ব্লাঙ্কোজদের হয়ে তার প্রথম হ্যাটট্রিক।

এমবাপ্পের এমন নৈপুণ‍্যে লা লিগার ম‍্যাচে রিয়াল ভাইয়াদলিদকে অনায়াসে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।

ঘরের মাঠে দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারত ভাইয়াদলিদ। তবে সেলিম আমাল্লাহর কর্নারে দাভিদ তরেসের শট ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন কোর্তোয়া। ২৪ মিনিটে মামদু সিলারের ক্ষিপ্ত শটও ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি।

এরপরেই ম্যাচে ফিরে রিয়াল। ৩০তম মিনিটে জুড বেলিংহ‍্যামের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। রিয়াল এগিয়ে যায় ১-০ গোলে। এরপর যত সময় গড়াতে থাকে, ভায়াদোলিদকে চেপে ধরতে থাকে তারা।

যদিও পরের গোলটার জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৫৭ মিনিট পর্যন্ত। প্রতি আক্রমণে ভায়াদোলিদের বক্সে ঢুকে যাওয়া রদ্রিগো নিজে শট না নিয়ে বল বাড়ান এমবাপ্পের দিকে। ভুল করেননি এমবাপ্পে। ব্যবধান ২-০।

৬৭তম মিনিটে হ‍্যাটট্রিকের দারুণ সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে যোগ করা সময়ে পেনাল্টি থেকে রিয়ালের হয়ে নিজের প্রথম হ‍্যাটট্রিক ঠিকই পূর্ণ করেন তিনি।

বেলিংহ্যামকে বক্সের ভেতর ভাইয়াদলিদের মার্তিন ফাউল করায় ভিএআরের সাহায‍্যে পেনাল্টি দেন রেফারি। তা থেকে গোল আদায় করে নিতে ভুল করেননি এমবাপ্পে। শেষ ৫ ম্যাচে যা তার রিয়ালের হয়ে ৮ম গোল।

লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে আগেই ছিল রিয়াল মাদ্রিদ। এই জয়ে দুই নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে গেল ৪ পয়েন্টে। ২১টি করে ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৪৯, আতলেতিকোর ৪৫।


আরো সংবাদ



premium cement
৭ কলেজের অধ্যক্ষদের সাথে জরুরি সভা ডেকেছেন ঢাবি ভিসি রাজধানীতে অবরোধ ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের সাত কলেজ ইস্যুতে দুঃখপ্রকাশ করে যা বললেন ঢাবি প্রো-ভিসি দুঃখপ্রকাশ করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহবান ঢাবি ভিসির চার ম্যাচ পর লা লিগায় জয়ের মুখ দেখলো বার্সা সারাদিন যা ঘটেছে রাজশাহী শিবিরে, জানালেন তাসকিন ছাত্র সংঘর্ষ : ঢাবি অধিভুক্ত সাত কলেজের সোমবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত ছাত্র সংঘর্ষ : ঢাবির সোমবারের ক্লাস-পরীক্ষা স্থগিত ৩ সুপারিশে আপত্তি সিইসির র‌্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দাম বাড়াতে সয়াবিন তেলের কৃত্রিম সঙ্কট সিন্ডিকেটের

সকল