২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

ইয়ংম্যান্সের কাছে হার মোহামেডানের

- ছবি : নয়া দিগন্ত

ছুটে চলতে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে শেষ পর্যন্ত হারের লজ্জা পেতে হল। আর তাদের এই মাথানত করে মাঠ ছাড়ার ঘটনা ঘটেছে শুক্রবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। সেই হারটা আবার প্রিমিয়ারে নবাগত এবং পয়েন্ট টেবিলের নীচের দিকে থাকা ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলের কাছে।

বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগে তৃতীয় এই জয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে চলে এসেছে বিসিএল থেকে আসা দলটি। ৯ খেলায় ৯ পয়েন্ট নিয়ে লিগের প্রথম পর্ব শেষ করলো তারা।

অন্যদিকে মোহামেডানের লিগের প্রথম পর্ব সম্পন্ন করা হার দিয়ে। এতে তারা ৯ ম্যাচে ২৪ পয়েন্টে শীর্ষ স্থান ধরে রাখলেও হারে একটু বিপদে পড়ে গেছে। আজ যদি ঢাকা আবাহনী জিতে যায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তাহলে সাদা কালোদের গাঁঢ়ে গরম নি:শ্বাস ফেলবে আকাশি-নীল শিবির। ৮ খেলায় ১৯ পয়েন্ট আবাহনীর।
আজ জিতলে তাদের ভান্ডারে জমা পড়বে ২২ পয়েন্ট। কাল অন্য ম্যাচে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৫-০তে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। জয়ের ফলে ১৭ পয়েন্ট নিয়ে তিনে চলে এসেছে বসুন্ধরা কিংস। আর রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। এতে ডাবল ডিজিটের পয়েন্ট (১০) নিয়ে নাম্বারে ছয়ে অবস্থান করছে পুলিশ।

এবারের ফেডারেশন কাপে দুই হারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছিল মোহামেডান। সেখানে তাদের একটি পরাজয় ছিল রহমতগঞ্জের কাছে। তবে লিগে তাদের ছুটে চলা অব্যাহত ছিল ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস, ব্রাদার্স ইউনিয়ন এবং রহমতগঞ্জকে হারিয়ে। সেই দল পুচকে ইয়ংম্যান্সের কাছে হারবে এটা কারো কল্পনাতেও ছিল না। তবে কাল সেই কাজই করে দেখিয়েছে ইয়ংম্যান্স। উজবেকিস্তানের সরদার জাকমানভ ৬৬ মিনিটে মোহামেডানের জালে বল পাঠান। এতেই লিগে প্রথম হার নিশ্চিত হয় আলফাজ আহমেদের দলের।

তাদের এই হারের পেছনে গোল মিসও একটি কারণ। প্রথমার্ধের শেষ দিকে বিপক্ষ কিপারের ভুলে বক্সের বাইরে বল পেয়েও গোল করতে পারেননি মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে। ৬২ মিনিটে বুরকিনাফাসোর ফুটবলার মুনজের কুলদিয়াতিরও মিস চরম খেসারত হিসেবে বিবেচিত হচ্ছে। তিনিও পারেননি বক্সে বল পেয়ে তা জালে পাঠাতে। এরপরও ইয়ংম্যান্সের গোল উৎসব। আকবির তুরায়েভের পাস থেকে প্রচণ্ড শটে গোল করেন জাকমানভ।

মোহামেডান গোল পরিশোধের সুযোগ পেয়েছিল ৭৪ মিনিটে। তবে সৌরভ দেওয়ানের শট গোললাইন থেকে ঠেকান ইয়ংম্যান্সের নাইজেরিয়ান সেগুন টেডে ওডুডোয়া। ইনজুরি টাইমে মুনজের কুলদিয়াতির হেড কর্নার করেন প্রতিপক্ষের বদলি তৈয়ব সিদ্দিকী। সেই কর্নার থেকে সৃষ্ট আক্রমণে আরো কয়েকটি সেভ এই গোলরক্ষকের। ফলে ম্যাচ সেরার পুরস্কার গেছে তৈয়ব সিদ্দিকীর দখলে।

গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ওয়ান্ডারার্সের বিপক্ষে গোল উৎসবে মাতে বসুন্ধরা কিংস। ১১ মিনিটে জোনাথন, ২৯ মিনিটে সোহেল রানা, ৩৮ মিনিটে তপু বর্মন, ৬৬ মিনিটে রাকিব এবং ৭৬ মিনিটে মিগুয়েল ফিগেইরো গোল করেন। ম্যাচসেরা মিগুয়েল। হারের ফলে ওয়ান্ডারার্স ৪ পয়েন্ট নিয়ে আছে ১০ দলের মধ্যে নবম স্থানে।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে পিছিয়ে পড়া পুলিশকে জিতিয়েছেন স্ট্রাইকার আল আমিন। ২৫ মিনিটে মামাদু ওসিয়ের গোলে রহমতগঞ্জ এগিয়ে গেলেও ৩৬ ও ৬৮ মিনিটে জোড়া গোল করেন আল আমিন। ফলে জয়ে লিগের প্রথম পর্ব শেষ করা পুলিশের। অন্যদিকে ৭ গোল দিয়ে স্থানীয়দের মধ্যে গোলের শীর্ষে আল আমিন। ম্যাচ সেরাও তিনি। ১৫ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে কামাল বাবুর দল।


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল