২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

রোনালদোর জোড়া গোলে আল নাসেরের জয়

রোনালদোর জোড়া গোলে আল নাসেরের জয় - ছবি : সংগৃহীত

অক্লান্ত ছুটছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রায় ৪০ ছুঁই ছুঁই বয়সেও নেই থামার নাম। দিনে দিনে এগিয়ে যাচ্ছেন হাজার গোলের লক্ষ্যে। সেই লক্ষ্য পূরণে পেয়েছেন জোড়া গোলের দেখা। তার দল আল নাসেরও পেয়েছে বড় জয়।

সৌদি প্রো লিগে মঙ্গলবার আল খালিজের মুখোমুখি হয় আল নাসের। যেখানে রোনালদোর দল জয় পেয়েছে ৩-১ ব্যবধানে। এই জয়ে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে প্রো লিগের তিনে আল নাসের। ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।

প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে এদিন পুরো ম্যাচেই আধিপত্য করেছে আল নাসের। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে ২০টি শট নেয় তারা। গোলমুখে ছিল চারটি। বিপরীতে ৬ শটের ২টি গোলমুখে রাখে আল খালিজ।

শুরুর ২৪তম মিনিটে গোলের উদ্দেশে ডি-বক্সের বাইরে থেকে প্রথম শট নেন রোনালদো। তবে তা আটকে দেন খালিজ গোলরক্ষক ইব্রাহিম সেহিক। ১২ মিনিট পর ফের তার শট লক্ষ্যে পৌঁছায়নি। বিরতির আগে আর গোল আসেনি।

অবশেষে ৬৫তম মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। বক্স থেকে ওতাভিওর ব্যাকপাস পেয়ে নিঁখুত শটে জাল খুঁজে নেন রোনালদো। তবে এগিয়ে গিয়েও বেশিক্ষণ স্বস্তিতে থাকা হয়নি।

৭৭তম মিনিটে পেনাল্টি থেকে সফল স্পটকিকে খালিজকে সমতায় ফেরান কোস্তাস ফোরটোনিস। তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি তারাও। ৪ মিনিট পরই ব্রোজোভিচের পাস গোলমুখে পেয়ে আল নাসরকে লিডে ফেরান আল-ঘানাম।

আর যোগ করা সময়ে সাদ হুসাইন হাঘাউইর পাস বক্সে পেয়ে দলকে ৩-১ ব্যবধানের জয় এনে দেন রোনালদো। যা আল নাসেরের জার্সিতে রোনালদোর ৮৩তম গোল। সাথে অ্যাসিস্ট আছে ১৮টি।

এদিকে তার লক্ষ্য হাজার গোল থেকে আর মাত্র ৮১ গোল দূরে রোনালদো। এই মুহূর্তে তার গোল সংখ্যা ৯১৯।


আরো সংবাদ



premium cement
গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, কিছু পাওয়া যায়নি নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার সৈয়দপুরে ফ্লাইটের শিডিউল বিপর্যয়, আটকা শতাধিক যাত্রী তুরস্কের স্কি রিসোর্টে আগুনে মৃত্যু বেড়ে ৭৬ জেনিনে ইসরাইলি হামলায় নিহত ৯, আহত ৩৫ পলক-আতিক-সাদেক খান রিমান্ডে বিএনপির সাথে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত আ’লীগ একাত্তরে বন্দুকের মুখে মানুষকে রেখে পালিয়েছিল, ২৪ সালে সে কাজই করেছে : মঈন খান বোমা হামলার হুমকি : তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বন্ধ ইমিগ্রেশন মালয়েশিয়া গমনেচ্ছুরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন

সকল