২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

কোয়ালিফায়ার্সে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ

- ছবি : নয়া দিগন্ত

আগের বাদ পড়া নিশ্চিত হয়েছিল মোহামেডানের। অপেক্ষা বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপ থেকে কোন দল গ্রুপ সেরা হয়। আগামী ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে এটা জানার জন্য। তবে গতকাল পর্যন্ত ঢাকা আবাহনীকে টপকে শীর্ষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দুই দলের পয়েন্ট সমান ৯ করে হলেও গোলপার্থক্যে এগিয়ে পুরান ঢাকার দল।

গতকাল রহমতগঞ্জ ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। অন্য ম্যাচে ঢাকা আবাহনীও ৩-০তে জয় পেয়েছে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলকে। জয়ের ফলে দুই দলই চলে গেছে কোয়ালিফায়ার্সে।
ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে ১০ জনের চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। লালকার্ড পান বন্দরনগরীর দলের সুজন মিয়া। ৩২ মিনিটে রহমতগঞ্জের মোস্তফা এবং ৪২ মিনিটে স্যামুয়েল বোয়েটাং গোল করেন। ৭২ মিনিটে ব্যবধান বাড়ান তোহা। ম্যাচ সেরা হয়েছেন কামাল বাবুর দলের মিসরীয় মিডফিল্ডার মোস্তফা।

কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে ৬৪ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রেখেছিল ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল। তবে ৬৫ থেকে ৭১ মিনিট এই ছয় মিনিটের ঝড়ে জয় তুলে নেয় মারুফুল হকের দল। পেনাল্টি থেকে আবাহনীর পক্ষে প্রথম গোল করেন ইয়াসিন খান। বক্সে ফাউলের শিকার হন এনামুল গাজী। রেফারী নাসির উদ্দিনের দেয়া স্পট কিক থেকে বল জালে পাঠান আবাহনীর স্টপার ব্যাক। ৬৮ মিনিটে হাসান মুরাদ ব্যবধান বাড়ান আকাশী নীল শিবিরের। এরপর ৭১ মিনিটে মাহদী ইউসুফ খান গোলে করলে ৩-০তে জয় নিশ্চিত হয় আসরের সাবেক চ্যাম্পিয়নদের। ম্যাচ সেরা মাহদী ইউসুফ।

৪ ফ্রেব্রুয়ারি কিংস এরিনায় আবাহনী ও রহমতগঞ্জ ম্যাচ। সে খেলায় নির্ধারিত হবে গ্রুপ শ্রেষ্ঠত্ব। এরপর দুই গ্রুপ সেরার ম্যাচে জয়ী দল যাবে ফাইনালে।


আরো সংবাদ



premium cement
হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু কেয়া গ্রুপের আরো ২টি কারখানা বন্ধ ঘোষণা গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে জার্মানি গাজীপুরে ঝুটের ৩টি গুদামে আগুন

সকল