বড় জয়ে শীর্ষ চারে ম্যানচেস্টার সিটি
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জানুয়ারি ২০২৫, ১২:১১
আগের সপ্তাহে এফএ কাপের ম্যাচে স্যালফোর্ড সিটিকে ৮-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। এবার গোল-উৎসব করল প্রিমিয়ার লিগেও। ইপসউইচকে টাউনকে রোববার ৬-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।
মাঝে বেশ বাজে সময় পার করেছে ম্যানচেস্টার সিটি। তবে সেই ধকল কাটিয়ে আবারো সরূপে ফিরেছে তারা।
রোববার রাতে ইপসউইচকে উড়িয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার সেরা চারে।
প্রিমিয়ার লিগে প্রথম দেখায় ৪-১ গোলে জিতেছিল ম্যান সিটি, ইতিহাদে সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন আর্লিং হলান্ড। এবার অবশ্য নেই হ্যাটট্রিক, জোড়া গোল করেন ফিল ফোডেন।
গোলের শুরুটাই হয় ফিল ফোডেনের গোলে। ২৭তম মিনিটে বাঁ দিক থেকে কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করেন এই ইংলিশ তারকা। তার ঠিক ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়াট মিডফিল্ডার কোভাসিচ।
এই গোলেও আছে ফোডেনের অবদান। তার পাস থেকে ডি-বক্সের মুখে পেয়ে জোরালো শটে বল জালে পাঠান এই ক্রোয়াট মিডফিল্ডার। ৪২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফিল ফোডেন।
এবারো তাকে সহায়তা করেন কেভিন ডি ব্রুইন। তার কাটব্যাক বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় নিচু শটে ব্যবধান ৩-০ করেন ফোডেন। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরো বাড়ায় সিটি। ৪৯তম মিনিটে গোল করেন জেরেমি ডোকু। আর ম্যাচের ৫৭তম মিনিটে গোলের দেখা পান আর্লিং হল্যান্ড। প্রতিপক্ষের ভুল পাস ধরে ক্ষিপ্র গতিতে বক্সে পাস বাড়ান ডোকু, যা নাগালে নিয়ে সহজে জালে জড়ান হল্যান্ড।
৬৩তম মিনিটে ডি ব্রুইনেকে বসিয়ে ম্যাকাটিকে মাঠে নামান কোচ। আর মাঠে নামার ৬ মিনিটের মধ্যেই গোলের দেখা পান তিনি। কোভাসিচের থ্রু বল হেডে জালে জড়ান ইংলিশ এই মিডফিল্ডার।
অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে ব্রাইটন। আরেক ম্যাচে সাউথ্যাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।
২২ ম্যাচের ১১টি তে জেতা সিটির পয়েন্ট এখন ৩৮। সমান ম্যাচে সমান পয়েন্ট নিউক্যাসলেরও। তবে সিটি এগিয়ে শ্রেয়তর গোল পার্থক্যে। ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। সমান ৪৪ পয়েন্ট পেলেও গোল পার্থক্যের হিসেবে দুইয়ে আর্সেনাল, তিনে নটিংহাম ফরেস্ট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা