এমবাপ্পের জোড়া গোল, লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জানুয়ারি ২০২৫, ০৮:২৬
দর্শকরা তখনো বসে সারতে পারেননি, ফুটবলারদের গা গরম হয়ে উঠেনি; এর মাঝেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। গোটা সান্তিয়াগো বার্নাব্যু চুপসে যায় মুহূর্তেই। তবে সেখান থেকে দলকে পথ দেখান এমবাপ্পে। উপহার দেন বিশাল জয়।
রোববার ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় লাস পালমাসের। যেখানে শুরুতে গোল হজম করেও তুলে নেয় ৪-১ গোলের জয়। জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে।
এই জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৪৬। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে আগের দিন হেরে যাওয়া আথলেতিকো। আর ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।
এইদিন কিক-অফের পর প্রথম শাণানো আক্রমণেই রিয়ালকে স্তব্ধ করে দেয় পালমাস। মাত্র ২৭ সেকেন্ডে গোল হজম করে তারা। সান্দ্রো রামিরেসের পাসে গোল করেন ফাবিও সিলভা। প্রতিপক্ষ এগিয়ে যায় ১-০ গোলে।
ম্যাচে ফেরার সুযোগটাও খুব দ্রুতই পেয়ে যায় রিয়াল। তবে সেই সুযোগ মিস করেন ব্রাহিম দিয়াজ। তৃতীয় মিনিটে রদ্রিগোর পাস ফাঁকায় পেয়েও গোলপোস্টের বাইরে মারেন ব্রাহিম। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।
রদ্রিগো পালমাসের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। সেখান থেকে স্পটকিকে ১৮ মিনিটে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। গোল সংখ্যা দ্রুতই বাড়তে পারতো, তবে ২৬ থেকে ৩০, চার মিনিটে তিনটি প্রচেষ্টা ব্যর্থ হয়।
৩৩ মিনিটে আসে দ্বিতীয় গোল। বক্সের বাইরে থেকে এমবাপ্পের শট ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি লাস পালমাসের গোলরক্ষক। ভাসকেসের পাসে স্লাইডে ফাঁকা জালে বল পাঠান ব্রাহিম।
তিন মিনিট পর ব্যবধান বাড়িয়ে দলকে চালকের আসনে বসান এমবাপ্পে নিজেই। রদ্রিগোর সহায়তায় নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন তিনি। রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ৩-১ গোলে।
৪২ মিনিটে হ্যাটট্রিকও প্রায় পূর্ণ করে ফেলেছিলেন এমবাপ্পে। তবে ভিএআরে গোল বাতিল হওয়ায় সেই আনন্দ ফিকে হয়ে যায় ফরাসি তারকার।
এমবাপ্পে এরপর আর গোল না পেলেও গোল পায় রিয়াল মাদ্রিদ। বিরতির পর স্কোরলাইন ৪-১ করেন রদ্রিগো। ৫৭ মিনিটে ফ্রান গার্সিয়ার পাসে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
পালমাস ১০ জনের দলে পরিণত হয়ে খানিকটা পরেই, ৬৪ মিনিটে। মিডফিল্ডার বেনিতো রামিরেজ বুট দিয়ে আঘাত করেন রিয়াল অধিনায়ক ভাসকেজকে। সরাসরি লাল কার্ড দেখেন তিনি।
তবে এর ফায়দা পুরোপুরি নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। যদিও ৭৩তম মিনিটে জুড বেলিংহ্যাম জালে বল পাঠান, তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
আর ৮৬তম মিনিটে চমৎকার শটে বল জালে পাঠান ফেদেরিকো ভালভের্দে, কিন্তু এবারও অফসাইডের কারণে গোল মেলেনি। তাতে আর গোল আসেনি রিয়াল মাদ্রিদের স্কোরবোর্ডে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা