চুক্তি নবায়নে ১৪ মাসের জন্য কাবরেরা, ২ বছরের জন্য বাটলার
- ক্রীড়া প্রতিবেদক
- ১৬ জানুয়ারি ২০২৫, ২২:৫০
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জাতীয় দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা এবং মহিলা দলের হেড কোচ পিটার জেমস বাটলারের সাথে চুক্তি নবায়ন করেছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতিদের সাথে জুম মিটিং করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।
এরপর কাবরেরাকে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত এবং বাটলারকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাখার সিদ্ধান্ত হয়। এই চুক্তি ১৫ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর। অর্থাৎ কাবরেরাকে ১৬ মাসের জন্য এবং বাটলারকে দু’বছরের জন্য দায়িত্বে বহাল রাখা হচ্ছে। গতকাল বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম এ তথ্য জানান।
এদিকে, যুক্তরাজ্য সফরে আছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। এই সুযোগে পরশু রাতে তিনি সাক্ষাৎ করেছেন হাজমা চৌধুরীর সাথে। পরশু রাতে ইংলিশ লিগে লেস্টার সিটির সাথে ম্যাচ ছিল ক্রিস্টাল প্যালেসের। সে ম্যাচে অবশ্য হামজাকে খেলানটি লেস্টার সিটির কোচ। মাঠে বসে এই খেলা দেখেছেন তাবিথ আওয়াল। এ সময় সাথে ছিলেন বাফুফের সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।
এই ম্যাচের আগে বাফুফে সভাপতি দেখা করেন হামজা চৌধুরীর বাবা ও মায়ের সাথে। পরে তাদের সাথেই কিং পাওয়ার স্টেডিয়ামে বসে খেলাটি দেখেন বাফুফে কর্মকর্তারা। খেলা শেষে হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তাবিথ আওয়ালের সাথে আলোচনায় হামজা চৌধুরী বাংলাদেশ দলের লাল সবুজ জার্সিতে খেলার প্রবল আগ্রহের কথা জানান।
মার্চের ফিফা উইন্ডোতেই ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলাতে চায় হামজাকে। ২৫ মার্চ ভারতের মাঠে এশিয়ান কাপের বাছাই পর্বের এই ম্যাচ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা