ফের ইউরোপের মাঠে ফিরতে যাচ্ছে মেসি!
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জানুয়ারি ২০২৫, ০০:১২
লিওনেল মেসি ইউরোপের মাঠ পেরিয়ে যোগ দিয়েছিলেন আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। ২০২৩ সালে নাম লেখান আমেরিকান এই ক্লাবে। ইরোপের ফুটবলে ফেরার কোনো আলাপ নেই মেসির। কিন্তু ইন্টার মায়ামি আবারো মেসিকে সেই সুযোগ হাতের নাগালে এনে দিচ্ছে। চলতি মৌসুমের মাঝখানে ইউরোপ অথবা স্বদেশী কোনো ক্লাবের হয়ে খেলতে পারবেন বিশ্বজয়ী এই তারকা।
মায়ামির সাথে মেসির চুক্তি আছে ২০২৫ মৌসুমের শেষ পর্যন্ত। এর মধ্য দিয়ে ২০২৫ সালের অক্টোবরে শেষ হবে মায়ামিতে শেষ মৌসুমের খেলা। নিজেকে ফিট ও ফর্মে রাখতে বার্সেলোনায় যোগ দিতে পারেন আর্জেন্টাইন এই তারকা। আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলোর সূত্রে এমনটিই জানা গেছে।
মেসির শৈশবের ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন এমন গুঞ্জন শোনা গেছে বহু আগে। বার্সেলোনা নিজেও এমনটা জানিয়েছে বহুবার। ক্যাম্প ন্যুর দরজা খোলা থাকবে বিশ্বজয়ী মেসির জন্য। চলতি মৌসুমে মেসি সেই সুযোগে এবার পা রাখতে পারেন ইউরোপের ফুটবলের মাঠে। এবার মেসির সামনে সেই সুযোগের অপেক্ষা।
মৌসুম শেষের চুক্তিতে মায়ামি ছেড়ে যাবেন কিনা তা নির্ভর করছে মেসির ওপর। আগামী বিশ্বকাপে যেকোনো ভাবেই তাকে দলে রাখতে চায় আর্জেন্টিনা। মেসি নিজেও একথা জানিয়েছেন আগেই। ফুটবলের বিশ্ব আসর শুরু হবে জুনে। মায়ামির সাথে চুক্তি নবায়ন করলেও চার মাস সময় পাবেন মেসি। বিশ্বকাপে নিজের সেরাটা দিতে সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকার সিদ্ধান্তের অপক্ষায় ফুটবলপ্রেমীরা।
এখন মৌসুম শেষের জন্য অপেক্ষা করতে হবে। এর আগেও তারকা ফুটবলার লোনে গিয়েছিলেন মায়ামি থেকে। সাবেক ফরাসি তারকা থিয়েরি অরি নিউইয়র্ক রেড বুলস থেকে আর্সেনাল এবং ডেভিড বেকহ্যাম ও ইব্রাহিমোভিচ এলএ গ্যালাক্সি থেকে লোনে এসি মিলানের হয়ে খেলেছেন। আগামী বিশ্বকাপকে সামনে রেখে সেই সিদ্ধান্ত নিতে পারেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিও মেসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা