পুল হলে খেলবে না বসুন্ধরা কিংস
নারী ফুটবল লিগ- ক্রীড়া প্রতিবেদক
- ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:১০
বাফুফের মহিলা ফুটবল লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে গত লিগে এই দলটি অংশ নেয়নি। তা বাফুফের সাথে দূরত্বের কারণে। যদিও প্রথমে শোনা গিয়েছিল দলের ফুটবলাররা মাত্রাতিরিক্ত টাকা চাওয়ায় তাদের উপর বিরক্ত হয়েছিলেন বসুন্ধরা কিংসের কর্মকর্তারা। বসুন্ধরা কিংস গত নারী ফুটবল লিগে না খেলায় লোকসান হয়েছিল খেলোয়াড়দেরই।
আগে যে ফুটবলাররা ৪ থেকে ৫ লাখ টাকা করে পেয়েছিলেন, তাদের অন্য ক্লাবে খেলতে হয়েছিল অনেক কম টাকায়। এবার ফের মহিলা লিগ আয়োজন করতে যাচ্ছে বাফুফের মহিলা উইং। আগের বছর গুলোতে এক দু’ক্লাবে সব তারকা খেলোয়াড়রা যোগ দিতেন। এতে তাদের সবার খেলার সুযোগই হতো না। তবে যে টাকার জন্য তাদের খেলতে আসা তা তারা পেতেন। তাছাড়া এক দলে সব তারকা ফুটবলার যোগ দেয়ায় অন্য দলগুলো দুর্বল হয়ে যেত। তাই এবার সবগুলো দলের মধ্যে শক্তির ভারসাম্য আনার জন্য লিগে পুল প্রথা প্রবর্তনের সিদ্ধান্ত মহিলা কমিটির। তবে ক্লাব সভাপতি ইমরুল হাসান জানান, পুল প্রথা হলে মহিলা লিগে খেলবে না বসুন্ধরা কিংস।
তার মতে, ‘পুল প্রথা হলে আমরা বসুন্ধরা কিংস এবারের মহিলা লিগে খেলবো না। আমরা কোনোভাবেই মহিলা লিগে পুল প্রথায় বিশ্বাসী নই। পুল হলে ভালো ক্লাবে নির্দিস্ট কয়েক খেলোয়াড়ই চান্স পাবেন। বাকীরা ছোট দলে যেতে বাধ্য হবেন। সে সাথে ফুটবলাররা টাকাও পাবেন না।’ তিনি যোগ করেন, ‘পুল হলে ক্লাব ফুটবলারদের পেছনে ছুটবে না। ফুটবলারদেরই ক্লাবের দ্বারে দ্বারে ঘুরতে হবে।’ সে সাথে ইমরুল হাসান মহিলা লিগে বিদেশী খেলোয়াড় অন্তর্ভূক্ত করার দাবিও জানান।
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলে আর নতুন কোনো বিদেশী নেবে না ক্লাবটি। প্রথম পর্বে ক্লাবটির এখনও দুই ম্যাচ বাকী। প্রতিপক্ষ ফর্টিস এফসি ও ওয়ান্ডারার্স। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বসুন্ধরা কিংস। অন্যদিকে মোহামেডান ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে। সাদা কালোদের সাথে ৮ পয়েন্টের গ্যাপ। মোহামেডানের ছুটে চলায় বসুন্ধরা কিংস আশা ছেড়েই দিয়েছে ঘুরে দাঁড়িয়ে শিরোপার রেসে ফেরার। তাই এবার আর নতুন বিদেশী আনছে না।
উল্লেখ্য ফরাসী স্ট্রাইকার জেরার্ড ঘাসা ইনজুরিতে। তাকে আর এই সিজনে পাওয়া যাবে না। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীও দেশের বাাইরে। নিজ ফিনল্যান্ডে তিনি আর্মি ট্রেনিং করছেন। ইনজুরিতে বিশ্বনাথও। এদের গ্যাপের সাথে রবসন রবিনহো না আসার জেরই টানতে হচ্ছে টানা পাঁচবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়নদের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা