সুপার কাপ বার্সেলোনার, বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:৪৭
রিয়াল মাদ্রিদকে যেন পাত্তাই দিলো না বার্সা। জেদ্দায় লস ব্লাঙ্কোজদের রীতিমতো উড়িয়েই দিলো তারা। আরো একবার এল ক্লাসিকো জয় কাতালানদের। একইসাথে ঘরে তুলল স্প্যানিশ সুপার কাপের শিরোপা।
সৌদি আরবের জেদ্দায় রোববার স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই লড়াইয়ে ৫-২ গোলের জয়ে শিরোপা জিতেছে হান্সি ফ্লিকের দল। এই নিয়ে প্রতিযোগিতাটিতে ১৫তম বার এই শিরোপা জিতল তারা।
গত অক্টোবরে মৌসুমের প্রথম ক্লাসিকোয় লা লিগায় রিয়ালের মাঠে দ্বিতীয়ার্ধের চার গোলে ৪-০ ব্যবধানে জিতেছিল বার্সা। এবারো যেন ধরে রাখল সেই ধারা। ইতিহাসে এই প্রথম টানা দু’টি ক্লাসিকোয় অন্তত ৪ গোল করে করল তারা।
গোলের শুরুটা করে রিয়াল মাদ্রিদ। গোলের শেষটাও করে তারা। তবে মাঝে পাঁচ গোল হজম করতে হয় আনচেলত্তি দলের। অবশ্য শুরু থেকেই রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ব্যস্ত রাখে বার্সা। ৪ মিনিটের মধ্যেই কোর্তোয়া ২টি সেভ করেন, দু’টি কর্নারের বিনিময়ে।
তবে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই গোল পেয়ে যায় রিয়াল। পঞ্চম মিনিটে মাঝমাঠ থেকে ভিনিসিউস জুনিয়রের পাস ধরে এগিয়ে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এগিয়ে যায় দল।
এরপরই শুরু হয় বার্সা শো। প্রথম হাফেই চার গোল দিয়ে রিয়ালকে ম্যাচ থেকে ছিটকে ফেলে তারা। শুরুটা করেন ইয়ামাল। ২২ মিনিটে লেভানডফস্কির থ্রু বল পেয়ে বার্সাকে সমতায় ফেরান এই স্প্যানিশ তারকা।
৩৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে লিড এনে দেন লেভানডফস্কি। এদুয়ার্দো কামাভিঙ্গা বক্সে গাভিকে ফাউল করলে আসে পেনাল্টির সিদ্ধান্ত। যা কাজে লাগাতে ভুল করেননি লেভানডফস্কি।
৩ মিনিট পর ব্যবধান আরো বাড়িয়ে চালকের আসনে বসে বার্সেলোনা। ডান দিক থেকে জুল কুন্দের ক্রসে বক্সে চমৎকার হেডে বল জালে পাঠান রাফিনিয়া। সেই রাফিনিয়ার সাহায্যেই প্রথমার্ধের ৯ মিনিট যোগ করা সময়ে দলের হয়ে চতুর্থ গোলটা করেন বালদে।
৪-১ গোলে পিছিয়ে যাওয়ার পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে বিরতির পর অবিশ্বাস্য কিছু করতে হতো রিয়াল মাদ্রিদকে। তবে সেই সুযোগ দেয়নি বার্সা। বিরতির পর মাঠে নেমে উল্টা আরো ১ গোল দিয়ে বসে তারা। কাসাদোর পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া।
৫৬তম মিনিটে ডি-বক্সের বাইরে এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শেজনি। ওই ফ্রি কিক থেকে গোল করে রিয়ালকে দ্বিতীয় গোলের স্বাদ দেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ব্যবধান দাঁড়ায় ৫-২।
বাকি সময়ে বার্সেলোনার ওপর চাপ বাড়ায় রিয়াল। তবে গোলের দেখা পায়নি তারা কিছুতেই। শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর আনন্দের পাশাপাশি বার্সা ফিরে পায় সুপার কাপের ট্রফিও।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা