১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

ট্রেবলজয়ীদের গোলবন্যায় ভাসল সালফোর্ড সিটি

ম্যানসিটির গোলবন্যায় ভাসল সালফোর্ড - ছবি : সংগৃহীত

ট্রেবলজয়ী ম্যানসিটির গোলবন্যায় ভাসল সালফোর্ড সিটি। এফএ কাপে নিজেদের মাঠে ৮-০ গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছে ম্যানসিটি। এই জয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে ওঠে এসেছে তারা। গার্দিওলার গেম প্ল্যানে টানা আট গোলে বিধ্বস্ত করেছে তাদেরকে। বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিয়েছে সিটির কোচ। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেনি তারা।

হারের বৃত্ত ভেঙে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে গার্দিওলার দল। পরিবর্তনের একাদশ নিয়ে মাঠে রাজত্ব করে সিটি। মাঠের খেলাটা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। ডিভিন মুবামা অভিষেক ম্যাচেই গোল করে চমকে দিয়েছেন সিটিজেনদের। বহুদিনের গোলখরা থেকে বের হয়ে জ্যাক গ্রিরিলিশও গোলে ফেরেন। আর দ্বিতীয়ার্ধে জেমস ম্যাকাটির দুর্দান্ত হ্যাটট্রিকে ছন্দে থাকে ট্রেবলজয়ীরা।

ম্যাচের শুরু থেকেই মাঠ নিয়ন্ত্রণে নেয়া সিটি গোল পায় ৮ মিনিটে, স্কোরশিটে নাম তোলেন জেরেমি ডকু। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুবামা। বিরতির আগেই নিকো ও’ রেইলির গোলে আরো এগিয়ে যায় তারা।

বিরতির পর সিটির আক্রমণ আরো বেড়ে যায়। দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে গ্রিলিশ পেনাল্টি আদায় করে নিজেই গোল করেন। এরপর ম্যাকাটি ২০ মিনিটের মধ্যে তিনটি গোল করেন এবং ডোকু পেনাল্টি থেকে গোল করেন। এরপর ৬২, ৭২ এবং ৮১ মিনিটে ম্যাকঅ্যাটির দুর্দান্ত হ্যাটট্রিকের সুবাদে আরো বড় লিড পায় সিটি। একের পর এক গোল বন্যায় ঘুরে দাঁড়াতে পারেনি সাঁতার না জানা সালফোর্ড সিটি।


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা গ্রিনল্যান্ড নিতে চান ট্রাম্প, যে চার উপায়ে এর সমাপ্তি হতে পারে কল্যাণরাষ্ট্র তৈরি হলে সকল শ্রেণি-পেশার মানুষের উন্নতি হবে : অ্যাডভোকেট হেলাল বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে বিএসএফের কর্মকাণ্ডে বাংলাদেশ উদ্বিগ্ন : প্রণয় ভার্মাকে পররাষ্ট্র সচিব হাফেজ আবির বাচঁতে চায় গজারিয়ায় গৃহবধূ মাহমুদা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক লিটন-তামিমের ব্যাটে রেকর্ডের বন্যা পূর্ণ স্বাধীনতা চায় গ্রিনল্যান্ড রাজশাহীতে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা : কথাসাহিত্যের নতুন বয়ান’ শীর্ষক একক বক্তৃতা

সকল