১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

বছরের শুরুতেই মুখোমুখি হচ্ছে বার্সা-রিয়াল

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ - ছবি : সংগৃহীত

বছরের শুরুতেই এল-ক্লাসিকোয় মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। শিরোপার লড়াইয়ে আবারো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দেখা হচ্ছে ই্উরোপের দুই পরাশক্তির। এ নিয়ে টানা তিন মৌসুমেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে টিকে থাকার লড়াইয়ে নামছে চিরপ্রতিদ্বন্দ্বীরা।

রোববার ১২ জানুয়ারি জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে বাংলাদেশ সময় রাত ১টার দিকে মাঠে নামছে তারা। এর আগে দুইবারের দেখায় বার্সেলোনা ও রিয়াল একবার করে শিরোপা জিতেছে।

গত অক্টোবরে সর্বশেষ এল ক্ল্যাসিকোতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। এবার কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে এলো প্রতিশোধ নেয়ার সুযোগ। মাঠের রেসে টিকে থেকে শিরোপা উদ্ধারের লড়াই। সেই হারের প্রতিশোধ নিতে এবার ভুল করবে না আনচেলত্তির শিষ্যরা।

সুপারকাপে সর্বোচ্চ ১৪ বার শিরোপা জিতেছে বার্সেলোনা। এবার রিয়াল মাদ্রিদ বার্সাকে ছোঁয়ার কাছাকাছি। বার্সার রেকর্ডে ভাগ বসাতে ছাড় দিবে না রিয়াল। ক্লাব ফুটবলে আরো একটি রেকর্ডের হাতছানি বার্সার সামনে। শিরোপার লড়াইয়ে কে এগিয়ে থাকবে তা দেখার জন্য ফুটবল দুনিয়ার নজর থাকবে মাঠে।

এর আগে এল-ক্লাসিকোয় আরো দুইবার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-রিয়াল। সেবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ভিনিসিয়াসের হ্যাটট্রিকে ৪-১ গোলের ব্যবধানে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতে নেয় রিয়াল। পরের মৌসুমে হারের বৃত্ত ভেঙে শিরোপার লড়াইয়ে নিজেদের জানান দেয় বার্সেলোনা। তুলে নেয় রেকর্ড ১৪তম শিরোপা।

রিয়াল শিবিরে আগের দিন নেই। তারকা খেলোয়াড় থাকলেও খুব একটা ভালো ছন্দে যাচ্ছে না মাঠের বোঝাপড়া। আগের তুলনায় কিছুটা যেন ছন্দ পতন হয়েছে রিয়ালের। তবে এল-ক্লাসিকোতে মাঠের মোকাবিলায় নজর থাকবে ভিনিসিয়াস, জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপে ও লুকা মদ্রিচের দিকে।

বার্সেলোনা সর্বশেষ খেলায় জিতে দারুণ আমেজে রয়েছে। তবুও মাঠের পরিসংখ্যান বদলে যেতে পারে চোখের পলকে। টিকে থাকার জন্য দুই দলকে লড়তে হবে অনেকটা কৌশলে। সম্প্রতি বার্সেলোনার আক্রমণভাগে যুক্ত হয়েছেন দানি ওলমো। স্প্যানিশ এই উদীয়মান তারকাকে নিয়ে নানান ঝামেলা থাকলেও এখন স্বস্তিতে আছে তারা। রবার্ট লেভান্ডফস্কি, রাফিনিয়া, গাভি ও লামিনে ইয়ামালদের নিয়ে মাঠে নামছে বার্সেলোনা।


আরো সংবাদ



premium cement
কম্পিউটারের ওপর দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই : নোবিপ্রবি ভিসি চোখে শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে ছুরিকাঘাতে অটোরিকশা চালককে হত্যা সিরিয়া নিয়ে আলোচনা করতে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের শীর্ষ কূটনীতিকরা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ১ জনের মৃত্যু সাতক্ষীরা পৌর-মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়ার দাবিতে গণঅনশন দাবানল পাল্টে দিয়েছে লস অ্যাঞ্জেলসের চিত্র ‘অবিভক্ত ভারত’ অনুষ্ঠানে পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ দিল্লির হাসিনার চোখ ছিল ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস আলম রংপুরে প্রি-পেইড মিটার প্রকল্প বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও লেবার পার্টির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক

সকল