১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

ঘুরে দাঁড়িয়ে দাপুটে জয় কিংসের

ফকিরেপুলকে ১-৪ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস - ছবি : সংগৃহীত

টুটুল হোসাইন বাদশার আত্মঘাতি গোলে এগিয়ে গিয়েছিল ফকিরেরপুল। খেলার দ্বিতীয় মিনিটেই ঘটে সেই ঘটনা। ৩২ মিনিটে তিয়াস দাস লাল কার্ড দেখে বাইরে চলে গেলে ১০ জনের ফকিরেরপুলও ভালোই লড়াই করছিল। তবে দ্বিতীয়ার্ধের শেষ কয়েক মিনিটেই বদলে যায় দৃশ্যপট। পিছিয়ে থাকা বসুন্ধরা কিংস ঘুরে দাঁড়িয়ে পেয়েছে দাপুটে জয়।

শুক্রবার (১০ জানুয়ারি) বসুন্ধরা কিংস অ্যারেনায় ফকিরেপুলকে ১-৪ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

খেলার দ্বিতীয় মিনিটে কিংস পিছিয়ে যাওয়ার পর ৬৮ মিনিট পর্যন্ত এগিয়েছিল ফকিরেরপুল। শেষ পর্যন্ত ৬৯ মিনিটে ফার্নান্দেসের গোলে সমতায় ফিরে কিংস।

তারপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষের জাল শুধু ভেদ করতেই থাকে। ৭২ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম, ৭৫ মিনিটে রফিকুল ইসলাম ও ৮৩ মিনিটে রাকির হোসাইন গোল করে দলকে এগিয়ে নেন।

তাতেই ১-৪ গোলের জয় নিশ্চিত হয় তাদের। ৭ ম্যাচে ৪ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে কিংস আছে তালিকার চার নম্বরে।


আরো সংবাদ



premium cement