নতুন বছরে মাঠে নামতে মায়ামিতে মেসি
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬
লম্বা সময়ের বিরতি শেষে নতুন বছরে মাঠে নামতে ইন্টার মায়ামিতে গেলেন আর্জেন্টাইন তারকা বিশ্বজয়ী লিওনেল মেসি। মাস দুয়েক আগে শেষ ম্যাচ খেলেছিল মেসিরা। ১১ নভেম্বরের পর থেকেই মেসি ও সুয়ারেজরা ছিলেন ছুটিতে।
আর্জেন্টাইন মহাতারকা এই গেল বছরের শেষ দিকের ছুটিগুলো কাটিয়েছেন জন্মভূমি রোজারিওতে। এবারের ছুটিতে শৈশবের বন্ধুদের সাথে ভালো সময় পার করেছেন মেসি। বন্ধুদের সাথে সময় পার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনারও নিতে যাননি তিনি।
বিরতি শেষে এবার মায়ামির স্কোয়াডে যুক্ত হয়েছেন মেসি। নতুন কোচ দিয়েই এই বছরের যাত্রা শুরু করতে যাচ্ছে ইন্টার মায়ামি। গেল নভেম্বরের শেষদিকে ইন্টার মায়ামির হাল ধরেছেন মেসির সাবেক সতীর্থ ও আর্জেন্টাইন ডিফেন্ডার হ্যাভিয়ের মাশ্চেরানো। এবার দুই সতীর্থের মাঠে বোঝাপড়াটা হবে আরো দারুণভাবে। নতুন এই যাত্রায় গুরু-শিষ্যে রূপ নিতে যাচ্ছে তাদের সম্পর্ক। বছরের প্রথম খেলায় মাশ্চেরানোর পালে নতুন হওয়া লাগাতে মেসি, সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসরা ১৯ জানুয়ারি নামছে মাঠে।
মেসি ও সুয়ারেজরা নতুন বছর শুরু করবেন প্রাক-মৌসুমের সূচিতে থাকা প্রীতি ম্যাচ দিয়ে। মাশ্চেরানোর নতুন যাত্রায় ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হবে ক্লাব আমেরিকার সাথে মায়ামির খেলায়। এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল সর্বশেষ প্যারিস অলিম্পিকে খেলেছিল। সেখানে মাশ্চেরানোর অধীনে মেসির খেলার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি। ফলে গুরু-শিষ্যের মেলবন্ধনটা হয়নি।
মেসিরা মায়ামিতে যোগ দিলেও মাশ্চেরানো তাদের নিয়ে কোচিং করাবেন ১৩ জানুয়ারি। ইতোমধ্যে মায়ামি ফুটবলারদের ছবি দিয়ে জানান দিয়েছে তাদের ফিরে আসা। মেক্সিকান ক্লাব চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড এলেভেনের ৩০তম বর্ষপূর্তি হিসেবে মুখোমুখি হবে মায়ামি ও ক্লাব আমেরিকা। ‘সেলেব্রেশন ম্যাচ’ নামেই মাঠে নামবে মেসি ও সুয়াজেরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা