১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল, প্রতিপক্ষ বার্সা

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল, প্রতিপক্ষ বার্সা - সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা। মায়োর্কাকে হারিয়ে এবার শিরোপার লড়াইয়ে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদও। তাতে আগামী রোববার এল ক্লাসিকো দিয়েই নিষ্পত্তি হবে শিরোপার।

বৃহস্পতিবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে মায়োর্কার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। যেখানে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোজরা। আগামী রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ রেকর্ড ১৪বারের বিজয়ী বার্সেলোনা।

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মায়োর্কার বিপক্ষে ম্যাচটা জিততে অবশ্য বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। একের পর সুযোগ তৈরি করেও প্রথমার্ধে মায়োর্কার দেয়াল ভাঙতে পারেনি দলটি।

অথচ দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। লুকাস ভাসকেসের শট ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক ডোমিনিক গ্রাইফ। পরের মিনিটে রদ্রিগোর শটও ফিরিয়ে দেন তিনি।

সপ্তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপ্লে। বল বেড়িয়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৪ মিনিট পর অহেলিয়া চুয়ামেনির শট ঠেকিয়ে দেন গ্রাইফ। পঞ্চদশ মিনিটে বেলিংহামকে হতাশ করেন তিনি।

তাতে বাড়তে থাকে হতাশা। এরকম আরো ছোট বড় সুযোগ তৈরি হলেও প্রথমার্ধ আর গোল আসেনি। গোলশূন্য প্রথমার্ধে গোলের জন্য ১৫টি শট নিয়েও সাফল্যের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ।

অবশেষে দ্বিতীয়ার্ধে জুড বেলিংহ্যামের গোলে কাটে গেরো। ভিনিসিউসের কাটব্যাকে রদ্রিগোর হেড ফেরে পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপ্পের বুলেট গতির শট ঠেকান গ্রাইফ। কিন্তু বেলিংহ্যামের শট আর আটকাতে পারেননি গোলরক্ষক।

দলীয় প্রচেষ্টায় দারুণ এই গোলের পর উজ্জীবিত হয়ে উঠে লস ব্লাঙ্কোজরা। তবে চেষ্টা করেও দ্বিতীয় গোলের অপেক্ষা শেষ হচ্ছিল না। অবশেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্কোর ২-০ হয়। আত্মঘাতী গোল করেন মায়োর্কার ভালজেন্ট।

আর যোগ করা সময়ের একদম শেষদিকে স্কোরলাইন ৩-০ করেন রদ্রিগো। ভাসকেজের বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে দারুণ শটে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান তারকা।


আরো সংবাদ



premium cement
হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি সমাজে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই জামায়াতের উদ্দেশ্য : রফিকুল ইসলাম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধানের পদত্যাগ এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও : মুশফিকুল ফজল আনসারী শ্রীলঙ্কাকে চতুর্থবার হোয়াইটওয়াশের মিশন নিউজিল্যান্ডের কুষ্টিয়ায় টংঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করল বিজিবি খুলনার প্রথম হার, জয়ের ধারায় ফিরল রাজশাহী গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় পেসার বরুন ঘোষণাপত্রে সবার আগে স্বৈরাচার হাসিনার বিচার দেখতে চায় জনগণ : সারজিস পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি : উপদেষ্টা

সকল