১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

২০২৬ বিশ্বকাপই আমার শেষ : নেইমার

নেইমার - ছবি : সংগৃহীত

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপই ব্রাজিলের জার্সি গায়ে নেইমারের শেষ বিশ্বকাপ।

সম্প্রতি নেইমার নিজেই এ বিষয়টি জানিয়েছেন।

এ সম্পর্কে ৩২ বছর বয়সী এ সুপারস্টার সিএনএনকে বলেছেন, ‘আমি জানি এটাই আমার শেষ বিশ্বকাপ, শেষ শট, শেষ সুযোগ। এখানে খেলার জন্য যা কিছু করার প্রয়োজন আমি করব।’

ইনজুরির কারণে প্রায় এক বছরের বেশী সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার।

সম্প্রতি সিএনএন’এ প্রকাশিত এক সাক্ষাৎকারে নেইমার আরো বলেছেন, ‘বার্সেলোনার সাবেক দু’ সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যুক্ত হবার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেয়া যায় না।’

এ সম্পর্কে দুবাইয়ে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নেইমার বলেছেন, ‘অবশ্যই মেসি ও সুয়ারেজের সাথে একই ক্লাবে খেলার বিষয়টি হবে অসাধারণ।’

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। ১৮ রাউন্ডের মধ্যে ১২ রাউন্ড শেষে ১০ জাতির এই বাছাইপর্বের টেবিলে এই মুহূর্তে ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষ ছয়টি দল এ অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। সপ্তম স্থানে থাকা বলিভিয়ার তুলনায় ব্রাজিল মাত্র পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে।

নেইমার বলেন, ‘পুরো দলের ওপর আমার পরিপূর্ণ আস্থা আছে। এ দলের খেলোয়াড়রা তরুণ, উদীয়মান। আমরা এ মুহূর্তে যে পজিশনে আছি সেখানে আমার থাকার কথা নয়। আমি মনে করি, সবাই মিলে একত্রিতভাবে আমরা অনেক বড় কিছু অর্জন করতে পারব। এখনো দেড় বছর সময় হাতে আছে। বিশ্বকাপে পৌঁছানোর জন্য সঠিক কাজটাই আমরা করতে চাই।’

বাছাইপর্বের প্রথম চারটি ম্যাচে নেইমার খেলেছিলেন। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে বিরতির পর আর মাঠে নামতে পারেননি। এরপর হাঁটুর অস্ত্রোপচারের কারনে প্রায় এক বছর যাবত মাঠের বাইরে রয়েছেন।

অক্টোবর ও নভেম্বরে স্বল্প সময়ের জন্য সৌদি ক্লাব আল হিলালের হয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় আবারো মাঠ থেকে ছিটকে যান।

এ মুহূর্তে নেইমারের একমাত্র লক্ষ্য বিশ্বকাপ, ‘আমি সেখানে থাকতে চাই। এজন্য কঠোর পরিশ্রম করছি, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্রাজিল দলে খেলার জন্য সম্ভাব্য সবকিছুই আমি করতে চাই।’

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ শুরুর সময় নেইমারের বয়স হবে ৩৪ বছর। এর আগেই তার যুক্তরাষ্ট্রে খেলার সুযোগ রয়েছে। জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বর্ধিত কলেবরের ক্লাব বিশ্বকাপে আল হিলালের খেলার সম্ভাবনা রয়েছে। এবারের ক্লাব বিশ্বকাপে মেসি ও সুয়ারেজেরও খেলার সম্ভাবনা আছে।

পিএসজিতে মেসির সাথে খেলা নেইমার বলেছেন, ‘তারা আমার খুব ভাল বন্ধু। আমরা এখনো একে অপরের সাথে যোগাযোগ রেখেছি। এ ট্রায়ো আবারো যদি একত্রিত হতে পারে তবে সেটা অনেকের জন্যই আগ্রহের বিষয়ে পরিণত হবে। সৌদি আরবে আমি খুব আনন্দে আছি। কিন্তু কে জানে ভবিষ্যতে কি অপেক্ষা করছে। ফুটবলে বিস্ময়কর ঘটনা ঘটতেই পারে। আমি যখন পিএসজি ত্যাগ করি তখন যুক্তরাষ্ট্রে ট্রান্সফার উইন্ডোর সময় শেষ হয়ে গিয়েছিল। যে কারণে আমার সামনে কোনো পথ খোলা ছিল না।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement