মেসির লকার নিলামে তুলল বার্সেলোনা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:১৮
বার্সেলোনার কিংবদন্তি খেলোয়াড় বিশ্বজয়ী লিওনেল মেসির লকার নিলামে তুলেছে। ক্লাবটির নিজের মাঠকে নতুন করে সাজানোর পরিকল্পনায় নানান সিদ্ধান্ত নিতে হয়েছে বার্সেলোনা বোর্ডকে। গত বছর থেকেই চলছে ক্যাম্প ন্যু-কে নতুন করে সাজানোর কাজ। আর্থিক জটিলতায় তা এখনো শেষ হয়নি। এবার ওই স্টেডিয়াম সংস্কারে মেসির লকারই নিলামে তুলল কাতালান ক্লাবটি।
ক্লাবটিতে লম্বা একটি সময় পার করেছেন দুনিয়া দেখা বিশ্বজয়ী লিও মেসি। এই ক্লাবের ক্যাম্প ন্যুতে জমে আছে তার হাজারো স্মৃতি। অন্য আরো দশটি স্মৃতির মধ্যে লকার আলাদা। এবার ক্লাবটির প্রয়োজনে সেই স্মৃতির লকারটি নিলামে তুলেছে মেসির শৈশবের বার্সা।
স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবরে জানা গেছে, মেসির আকর্ষণীয় লকারটির নিলাম মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার। এর বাইরেও তাদের আরো আরো স্মৃতি সামগ্রী নিলামে তুলেছে বার্সেলোনা। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মেসির লকার ও বেঞ্চ। লম্বা সময়ের ব্যবহারে আছে অনেক স্মৃতি।
মেসির ওই লকারটিতে আছে বিখ্যাত ১০ নম্বর জার্সি। একটি বিশেষ ডিজাইনে তৈরি চিত্রও আছে ফুটবল যাদুকরের লকারে। মেসি ভক্তদের জন্য এটি অনন্য নিদর্শন। মেসির স্মৃতিকে সংগ্রহে রাখতে ভক্তদের আগ্রহ থাকবে সবচেয়ে বেশি।
আগামী ২৩ জানুয়ারী মেমোরাবিলিয়া প্রজেক্টের মাধ্যমে নিলামে তুলেছে নানান স্মৃতি সামগ্রী। এর মধ্যে শুধু মেসির লকারই নয়, তালিকায় রাখা হয়েছে নেইমার, রোনালদিনিয়ো, লুইস সুয়ারেজ ও জেরার্ড পিকেদের মতো বিখ্যাত তারকাদের লকারও।
এছাড়াও নিলামে তোলা হচ্ছে আরো কিছু নান্দনিক আসবাবপত্র। কর্নার ফ্ল্যাগ থেকে শুরু করে পেছনের ঘাসের একটা অংশ। সেইসাথে থাকছে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের দৃষ্টিনন্দন ছবি।
বিশ্বজয়ী এই খেলোয়াড়ের নিলামে তোলা নান্দনিক লকারটি বিক্রয় পরিচালনা করছে বিখ্যাত সংস্থা গোল্ডিন। এর আগেও সংস্থাটি মেসি ও বার্সেলোনার বিভিন্ন স্মারক নিলামে তুলে দারুণ সফলতা পেয়েছে।
এই নিলাম পরিচালনা করা বিখ্যাত সংস্থা গোল্ডিন মনে করছে, ‘বার্সেলোনার এমন উদ্যোগের ফলে ফুটবল ইতিহাসের সাথে ভক্তদের আরো নিবিড়ভাবে জড়িত রাখবে। এই ক্লাব ও খেলা নিয়ে নানান স্মৃতি ভক্তদের মনে জাগাবে নতুন প্রেরণা।’
ক্লাবটির আর্থিক নানান জটিলতার কারণে থমকে আছে অনেক পরিকল্পনা। নতুন খেলোয়াড় দলে ভিড়ানো থেকে শুরু করে সংস্কার কাজ। স্প্যানিশ গণমাধ্যমগুলো জানায়, পুননির্মান কাজে ক্যাম্প ন্যু-এর ভিআইপি সিট স্বত্ব সৌদি আরবের এক কোম্পানির কাছে ২০ বছরের জন্য বিক্রি করার কথা রয়েছে। এছাড়া নাইকির সাথে নতুন করে বড় অর্থের বিনিমিয়ে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা।
তবুও সংস্কার কাজে নানান জটিলতা থেকে যাচ্ছে। ফলে ক্যাম্প ন্যু-এর তারকা খেলোয়াড়দের স্মৃতিমাখা জিনিসপত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। যাতে চলতি বছরের মাঝামাঝিতে তারা কাজ শেষ করতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা