০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

বিশ্ব আসরে শিরোপার জন্য মরিয়া নেইমার

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র - ছবি : সংগৃহীত

নেইমারের নজর এখন বিশ্ব আসরে। শিরোপার জন্য মরিয়া ব্রাজিলিয়ান তারকা নেইমার। ইনজুরির ধকল সামলে ওঠে চোখ রাখতে চান স্বপ্নের বিশ্বকাপে। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ছিটকে পড়ে হট ফেভরিট ব্রাজিল। স্বপ্নের কাছাকাছি গিয়েও অধরা থেকে যায় শিরোপা। সমনের আসরে দলের হয়ে ছুঁয়ে দেখতে চান শিরোপা। নিতে চান বিশ্ব জয়ের আনন্দ।

কখনো ক্লাবের হয়ে মাতিয়ে রাখছেন ভক্তদের আবার কখনো ইনজুরিতে থাকছেন মাঠের বাইরে। নানান ধকল কাটিয়ে ওঠে বিশ্ব আসরে নিজেকে জানান দিতে চান নেইমার। চোখের পলকে পার হয়ে যাচ্ছে সময়। সামনে উঁকি দিচ্ছে ২০২৬ বিশ্বকাপের আসর। বিশ্ব আসরের চেনা সেই বাঁশির সুর বেজে ওঠছে তারকাদের মনে। মাঠের ভাবনা থেকে নজর এখন বিশ্বকাপে।

সর্বশেষ ব্রাজিলের জার্সি গায়ে ২০২৩ সালে মাঠে নেমেছিলেন নেইমার। উরুগুয়ের মুখোমুখি হওয়া ওই ম্যাচে চোট পেয়ে এক বছর মাঠের বাইরে থাকেন তিনি। একের পর এক ইনজুরির দুর্দশা যেন কাটছেই না। সম্প্রতি আবারো এক চোটের কারণে মাঠের বাইরে থাকছেন আরব দেশে খেলা এই ফরোয়ার্ড।

নেইমারকে ছাড়া বিশ্বকাপের বাছাইপর্বে রীতিমতো পরীক্ষা দিতে হচ্ছে ব্রাজিলকে। এখনো বাছাই পর্বের ছয় রাউন্ড বাকি আছে। এর মধ্যে শীর্ষ ছয় দল যাবে বিশ্বকাপে। নানান চড়াই উতরাই পার হয়ে ব্রাজিল এখন দাঁড়িয়ে টেবিলের পাঁচ নম্বরে। এখন দলে নেইমারের অপেক্ষা, তাকে পেলেই সামনের লড়াইটা হয়ে ওঠবে বিশ্ব জয়ের।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ইতোমধ্যে এক ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী সব ঠিক থাকলে নেইমারের সাথে দেখা হবে মাঠে। আগামী মার্চের উইন্ডোতে তাকে ডাকা হবে।’

বিশ্ব আসরকে সামনে রেখে নেইমার বলেন, ‘আগামী আসরকে সামনে শিরোপার লড়াইয়ে আমি যেকোনো কিছু করতে রাজি। শিরোপাই আমার একমাত্র চাওয়া। দলের জন্য শেষটুকু দিয়ে চেষ্টা করবো।’

এদিকে বিশ্ব ফুটবল আসরের বেশি সময় হাতে নেই। মাঠের বাইরে থাকা নেইমারকে এর মধ্যে হয়ে ওঠতে হবে পুরোপুরি ফিট। আগামী বছরের জুন-জুলাই মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্ব ফুটবলের বর্ণালি এই আসর।

আগামীর আসরে নেইমারের শিরোপা জয়ের স্বপ্ন কি পূরণ হবে? এমন প্রশ্ন হয়তো এখন ব্রাজিল থেকে দুনিয়ার নেইমার ভক্তদের মনে। দলের হয়ে ওই এক কনফেডারেশন্স কাপ আর একটা অলিম্পিকের সোনা বাদে আর কিছুই জেতা হয়নি তার। অধরা শিরোপার আফসোস বুকে বয়ে বেড়াবে আর কতদিন! কাতার বিশ্বকাপে কাছাকাছি গিয়েও ধরা হলো না শিরোপা নামের সোনার হরিণটাকে। নেইমারের সময়ের তিন প্রজন্ম ৩টা বিশ্বকাপ খেললেও বিশ্ব জয়ের আক্ষেপটা ঘুচলো না এই ব্রাজিলিয়ান তারকার।

বিশ্ব আসরে এবার শিরোপার জন্য মরিয়া বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়ার্ড। ২০২৬ বিশ্বকাপের আসরকে রাঙাতে চান নিজের সেরাটা দিয়ে। হয়তো তার জন্য এটাই হতে পারে শেষ বিশ্বকাপ। মাঠের পরিসংখ্যান পাল্টে দিয়ে নিজের দলটারে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়। ফুটবল দুনিয়ারে জানান দিতে চান পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখনো হট ফেভারিট।


আরো সংবাদ



premium cement
চাদে প্রেসিডেন্টের প্রাসাদে হামলায় নিহত ১৯ দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার, ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির দিনাজপুরে শীতের তীব্রতা বেড়েই চলছে মাঠে আদালত স্থাপনের প্রতিবাদে স্থানীয় ও ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজশাহীসহ ৫ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বিস্তৃত হতে পারে ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ১৩ হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি মুকসুদপুরে থানা থেকে পালাল আসামি

সকল