বেশি ম্যাচ খেলাকেই দায়ী করলেন আলফাজ
- ক্রীড়া প্রতিবেদক
- ০৮ জানুয়ারি ২০২৫, ২২:৫১
মোহামেডান স্পোর্টিং ক্লাব ২০২৩ সালে হয়েছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। আর ওই চমক রেখে গত বছর হয়েছিল রানার্সআপ। ভাগ্যের চাকা বদলে এবার গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে মোহামেডান। ঢাকা আবাহনীর কাছে হেরেই বাদের খাতায় আলফাজের দল।
এবারের আসরে মোহামেডান হেড টু হেডে হেরেছে রহমতগঞ্জ ও আবাহনীর কাছে। ফলে সাদাকালোরা এখন শেষ ম্যাচে জিতলেও আর লাভ হচ্ছে না। তাদের সাথে পয়েন্ট সমান হলেও বাদ পড়তে হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে অপরাাজিত থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহামেডান। কিন্তু ফেডারেশন কাপে এই দশা কেন? কোচ আলফাজের মতে, ‘আমরা গত এক সপ্তাহে তিনটি ম্যাচ খেলেছি। এতে করে ফুটবলারদের উপর যে চাপ গেছে তা তারা উৎরাতে পারেনি। তাছাড়া আবাহনী এবং রহমতগঞ্জের কাছে আমরা কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে হেরেছি। দু’ম্যাচেই আমরা আউট খেলে হার। তাছাড়া গত ম্যাচে সোলেমান পুরোপুরি ফিটও ছিল না খেলার জন্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা