১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

এবার হোম অর অ্যাওয়েতে হবে সাফ

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) - ছবি : সংগৃহীত

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) আগে থেকেই পরিকল্পনা ছিল পুরুষদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হোম অর অ্যাওয়েতে করার। কিন্তু মার্কেটিং অ্যাজেন্ট থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় তা আর আগায়নি।

তবে এবার মার্কেটিং অ্যাজেন্টের সম্মতি মিলেছে। একইসাথে মতামত দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। ফলে এবার নতুন আলোর মুখ দেখতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। হোম অর অ্যাওয়েতে আয়োজন হবে ভিন্ন আঙ্গিকে।

বুধবার (৮ জানুয়ারি) নেপালের কাঠমান্ডুতে হওয়া সাফের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন।

সাফ সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল জানান, ‘এবারের সাফ ফুটবলের আয়োজন হবে ৪০ দিনব্যাপী। ১৫ জুন থেকে শুরু হয়ে শেষ হবে ২৫ জুলাই। এক দল যে দলের সাথে হোমে ম্যাচ খেলবে তার সাথে আর অ্যাওয়ে ম্যাচ হবে না। ভিন্ন দলের সাথে ম্যাচ হবে অ্যাওয়ের। এতে করে প্রত্যেক সদস্য দেশেই সাফের ম্যাচ হবে। লিগভিত্তিক হবে এবারের সাফ। কোনো সেমিফাইনাল থাকছে না এবারের আয়োজনে। লিগ পর্ব শেষে শীর্ষ দু’দল খেলবে ফাইনালে। আর সেই ফাইনাল হবে হোম অর অ্যাওয়েতে।’

এবছর নভেম্বের প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ। এবার ৮ দল নিয়ে এই টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে সাফের। এ আসরে ভুটান ভেন্যু পাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে।

এতে সাত সদস্য দেশের একটি করে ক্লাব এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা সদস্য দেশ থেকে দু’টি ক্লাব নিয়ে হবে এই আসর। সাফ অনূর্ধ্ব-১৭ পুরুষ ফুটবল হবে ভুটানে। তবে সাফ অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল নেপালে হবে। এছাড়া জুলাইতে অনূর্ধ্ব-২০ মহিলা সাফ বসবে বাংলাদেশে। অনূর্ধ্ব-২০ পুরুষ সাফ হবে ভারতে।

২০২৬ সাল থেকে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ করার পরিকল্পনা সাফের। প্রতিবছরই ক্লাব চ্যাম্পিয়নশিপ করার পরিকল্পনা রয়েছে সাফের।


আরো সংবাদ



premium cement