০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স ছাড়ার ঘোষণা দেশ্যমের

কোচ দিদিয়ের দেশ্যম - ছবি : বাসস

২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্স ছাড়ার ঘোষণা দিয়েছেন কোচ দিদিয়ের দেশ্যম।

খবরের সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ফরাসি সম্প্রচার প্রতিষ্ঠান টিএফ১’এ ২০১৮ বিশ্বকাপ জয়ী কোচ দেশ্যম বলেছেন, ‘২০২৬ সালই হতে যাচ্ছে ফ্রান্সের সাথে আমার শেষ বছর। ২০১২ সাল থেকে এখানে আছি। আগেই পরিকল্পনা ছিল ২০২৬ সালের পরের বিশ্বকাপ পর্যন্ত আমি দায়িত্ব পালন করব। এখানেই শেষ করতে চাচ্ছি। কারণ একপর্যায়ে গিয়ে শেষ করতেই হবে। আমার মাথায় এখন শেষের বিষয়টি স্পষ্ট। আমি আমার সময় শেষ করে ফেলেছি। ফ্রান্সকে সর্বোচ্চ পর্যায়ে দেখার যে ইচ্ছা আমার ছিল সেই পর্যায়ে ২০২৬’এও দেখতে চাই। তার থেকে ইচ্ছার কোনো পরিবর্তন হয়নি।’

৫৬ বছর বয়সী দেশ্যমের অধীনে ফ্রান্স রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয় করে। ২০২২ কাতার বিশ্বকাপেও দেশ্যমের অধীনে ফ্রান্স টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেও লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে পরাজিত হয়ে রানার্স-আপ শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

দোহার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়া সত্তেও ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন দেশ্যমের সাথে চার বছরের চুক্তি নবায়ন করে। ফেডারেশনের ওই সিদ্ধান্ত সকলের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। পরের বছর ফ্রান্স যখন ইউরোর সেমিফাইনালে পরাজিত হয়ে বিদায় নেয় তখন দেশ্যমকে ঘিড়ে সমালোচনার মাত্রা আরো বেড়ে যায়।

জাতীয় দল থেকে তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে বাদ দেবার ঘটনায় দেশ্যমকে গত বছরের শেষ নাগাদ বেশ তোপের মুখে পড়তে হয়েছে। ওই সময় রিয়াল মাদ্রিদের শুরুটাও এমবাপ্পের ভালো হয়নি।

এখন যেহেতু দেশ্যমের ফ্রান্সের ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা শেষ হয়েছে সে কারণে মার্চে অনুষ্ঠিতব্য নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালের জন্য স্বস্তি নিয়ে কাজ করতে পারবেন। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ২০১৮ বিশ্বকাপ ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। ইতোমধ্যেই ২০২১ সালে দেশ্যমের অধীনে ফ্রান্স নেশন্স লিগের শিরোপা জয় করেছে।

একমাত্র ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফিটি দেশ্যমের পাওয়া হয়নি। ২০১৬ সালে ঘরের মাঠের ফাইনালে পর্তুগালের বিপক্ষে পরাজিত হয়ে হতাশ হতে হয়েছিল দেশ্যম শিষ্যদের।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ভালো খেলাই এখন ফ্রান্সের মূল উদ্দেশ্য।

খেলোয়াড় হিসেবে দেশ্যমের নেতৃত্বে ঘরের মাঠে ফ্রান্স ১৯৯৮ সালের ফাইনালে ব্রাজিলকে পরাজিত করে বিশ্বকাপ শিরোপা জয় করেছিল। ২০০০ সালে ইউরো জয়ী ফ্রান্স দলকেও তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।

ব্রাজিলের মারিও জাগালো ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের সাথে তৃতীয় ব্যক্তি দেশ্যম, যার খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement