০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

লাল কার্ডে মাঠের বাইরে ভিনিসিয়াস

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়ার - ছবি : সংগৃহীত

লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নেমে ৭৯ মিনিটে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। খেলায় প্রতিপক্ষের গোলরক্ষকের ঘাড়ে ধাক্কা দেন ভিনি। পরে তাকে লাল কার্ড দেখানোয় রেফারির ওপর চড়াও হয়ে আক্রমণাত্মক আচরণ করেন এই তারকা।

এমন ঘটনার পর রিয়াল মাদ্রিদের এই তারকাকে দু’ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এই নিষেধাজ্ঞা শুধু লা লিগার ম্যাচগুলোর জন্য থাকবে।

ওই নিষেধাজ্ঞা শেষে রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে খেলতে পারবে ভিনিসিয়াস। রিয়াল মাদ্রিদ আগামী ১০ জানুয়ারি রিয়াল মায়োর্কার মুখোমুখি হবে সুপার কাপের ফাইনালে। আর অন্য সেমিফাইনালে বার্সেলোনা ও অ্যাথলেটিকো বিলবাও মুখোমুখি হবে আজ রাতে।

সেমিফাইনাল টপকে ফাইনালে উঠলে ১২ জানুয়ারির ওই ম্যাচেও খেলতে বাধা নেই ব্রাজিলিয়ান এই তারকার। এদিকে লিগে পরের ম্যাচ লাস পালমাসের বিপক্ষে তাদের। তবে ১৯ জানুয়ারির ওই ম্যাচে খেলতে পারবেন না ভিনি। আবার ২৩ জানুয়ারির চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারবেন ভিনিসিয়াস জুনিয়র। ২৬ জানুয়ারি পর্যন্ত দলের বাইরে থাকতে হবে তাকে। ওই খেলায় রিয়াল ভায়াদোলিদের সাথে মুখোমুখি হবে ভিনিসিয়াসের রিয়াল মাদ্রিদ।


আরো সংবাদ



premium cement