০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলো এসি মিলান

- ছবি : সংগৃহীত

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলো এসি মিলান। নাটকীয়তা ভরা ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইটার মিলানকে হারিয়ে জিতে নিয়েছে ইতালিয়ান সুপার কাপ। ২০১৬ সালের পর প্রথম ও সব মিলিয়ে আটবার এই শিরোপা জিতল তারা।

সোমবার রাতে সৌদি আরবের রিয়াদে ইতালিয়ান সুপার কাপে মুখোমুখি হয়ে এসি মিলান ও ইন্টার মিলান। যেখানে নগর প্রতিদ্বন্দ্বীদের ৩-২ গোলে হারিয়ে শিরোপা জেতে এসি মিলান।

রিয়াদের আল আওয়াল স্টেডিয়ামে লাওতারো মার্তিনেজ ও মেহদি তারেমির গোলে ৫১ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধাজে পিছিয়ে থাকে এসি মিলান। ইন্টারের টানা চতুর্থ সুপার কাপে শিরোপা জয় তখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল।

প্রথমার্ধের যোগ করা সময়ে মার্তিনেসের চমৎকার গোলে এগিয়ে যায় ইন্টার। দ্রুত নেয়া থ্রো ইন থেকে আক্রমণে উঠে তারেমি বক্সে খুঁজে পান মার্তিনেসকে। প্রতিপক্ষের দু‘জনকে পাশ কাটিয়ে গোল আদায় করে নেন তিনি।

দ্বিতীয় গোল আসে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে। ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। নিজেদের অর্ধ থেকে স্টেফান ডে ভ্রেইয়ের উঁচু করে বাড়ানো বল ধরে গোলরক্ষককে পরাস্ত করেন ইরানের ফরোয়ার্ড।

কিন্তু এরপরই যেন বদলে যায় দৃশ্যপট। ৫২তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন থিও হার্নান্দেজ। তখনও কেউ ভাবতে পারেনি এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারবে মিলান। তবে তাই হয়েছে।

৮০তম মিনিটে ম্যাচে সমতায় ফেরে মিলান। ডি-বক্সের ভেতরে থিও হার্নান্দেজের পাস থেকে গোল করেন ক্রিস্টিয়ান পুলিসিচ। আর পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে উল্লাসে মেতে ওঠে এসি মিলান।

রাফায়েল লেয়াওয়ের চমৎকার পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ স্ট্রাইকার আব্রাহাম। তাতেই নিশ্চিত হয় এসি মিলানের জয়। পিছিয়ে থেকেও ৩-২ গোলে জিতে প্রত্যাবর্তনের গল্প লিখে এসি মিলান।


আরো সংবাদ



premium cement
সাভারে বিপিএটিসির স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ কানাডাকে অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ ট্রাম্পের পুঠিয়ায় শীর্ষ সন্ত্রাসী সেলিম গ্রেফতার ৪ আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে ইসরাইলের মানচিত্র প্রকাশ বেনাপোল দিয়ে পণ্য রফতানিতে ১১ শর্ত লেবানন থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহারের আহ্বান কর্তৃপক্ষের সংবিধান কারো বাপের না : হাসনাত আব্দুল্লাহ চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম নারীকে হিন্দু দাবিতে প্রচার বাড়ি ফিরে মাকে চুমু খেতেন রিফাত, প্রতিদিন ডুকরে কাঁদেন মা ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি

সকল