০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

হ্যাটট্রিক শিরোপা জয় পিএসজির

জয়ের আনন্দে পিএসজি - ছবি : সংগৃহীত

এবার হ্যাটট্রিক শিরোপা জিতল প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। এএস মোনাকোকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফরাসি সুপার কাপের শিরোপা জিতে নিল তারা।

রোববার কাতার বিশ্বকাপের জাহাজ কন্টেইনার দিয়ে নির্মিত স্টেডিয়াম ৯৭৪ এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার মূল সময়ের মধ্যে ২৭টি শট নিয়েছে পিএসজি। এর মধ্যে ৯ বার জালকে টার্গেট করে বল পাঠায় তারা। কিন্তু গোলের দেখা না পেয়ে শেষ পর্যন্ত চেষ্টা করেছে দলটি।

খেলার শুরুর দিক থেকেই জয়টা কঠিন হয়ে দেখা দিয়েছে পিএসজির সামনে। বিভিন্ন কৌশল করেও মূল সময়ে গোলের দেখা পায়নি তারা। খেলার ৯০ মিনিট পর্যন্ত একের পর এক প্রতিপক্ষের জালে আক্রমণ করেছে পিএসজি।

অবশেষে খেলার দান পাল্টে অতিরিক্ত সময়ে পিএসজিকে দুর্দান্ত এক গোল উপহার দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। শেষ মুহূর্তে এসে জয় তুলে নিল তারা। এ নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩বার শিরোপা জিতলো লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।

ফরাসি লিগ ওয়ানে গত মৌসুমের রানার্সআপ মোনাকোকে হারিয়ে সর্বশেষ ১২ বছরে ১১তম বারের মতো ফরাসি সুপার কাপের চ্যাম্পিয়ন হলো পিএসজি। এর আগে গত মাসে ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেছিলেন এই উদীয়মান ফরোয়ার্ড। ওই ম্যাচে মোনাকোকে ৪-২ গোলে হারিয়েছিল ছিল পিএসজি। এটিকে তার প্রাপ্য বলে জানিয়েছেন দলটির কোচ লুইস এনরিকে।

স্টেডিয়াম ৯৭৪ এ বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল পিএসজি। তবুও দেখা পায়নি জালের। মাঠের লড়াইয়ে জালের দেখা না পেয়েই বিরতিতে যায় দু’দল। এরই মধ্যে ২০১০ সালের পর থেকে এই প্রথম ফরাসি সুপার লিগের প্রথমার্ধে কোনো গোল হয়নি। লিগের হয়ে চারবারের চ্যাম্পিয়ন মোনাকো সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০০ সালে। এরপর ২০১৭ ও ২০১৮ সালে ফাইনালে ওঠলেও দু’বারই হেরেছে পিএসজির কাছে। তৃতীয় বার হারের মধ্য দিয়ে হ্যাটির জয়ের উৎসব করল পিএসজি।


আরো সংবাদ



premium cement