০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ম্যানইউর সাথে ঘরের মাঠে ড্র করল লিভারপুল

ঘরের মাঠে ড্র করল লিভারপুল - ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা লিভারপুল এবার ঘরের মাঠেই ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে। চলতি মৌসুমে ফর্মে না থাকা দলটির সাথে ২-২ গোলে ড্র করে মোহাম্মদ সালাহর দল।

রোববার রাতে লিভারপুলের অ্যানফিল্ড থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ। ড্র দিয়ে ম্যাচ শেষ করেছে রুবেন অ্যামোরিমের শিষ্যরা। টেবিলের শীর্ষে থাকা অলরেডদের সাথে ড্র করে ভক্তদের তাক লাগিয়েছে ম্যানইউ।

মাঠের পারফর্মে এগিয়ে থাকলেও ভালো লিড নিতে পারেনি ম্যানইউ। খেলায় ৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল রেড ডেভিলরা। শেষ পর্যন্ত তারা ভক্তদের হতাশ করেননি রেড ডেভিলরা। ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক গোলে ম্যাচ ঘুরিয়ে দেন ডেভিল। ফলে ড্র দিয়ে মাঠ ছেড়েছে তারা।

এবারের লিগের খেলায় টানা তিন হারের পর লিভারপুলকে দিয়েই ড্র করলো ম্যানইউ। অন্যদিকে লিভারপুল
টানা তিন ম্যাচে জয়ের পর এবার ড্র দিয়ে পয়েন্ট হারাল অল রেডরা। অ্যানফিল্ডে খেলার শুরুতে গোল করে এগিয়ে থাকে ম্যানইউ। খেলার ৫২ মিনিটের দিকে লিসান্দ্রো মার্টিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী এই দল। তবে খেলার ৭ মিনিটের দিকে ওই গোলের বদলা নেয় লিভারপুল।

নিজেদের মাঠে দলের হয়ে গোল করেন নেদারল্যান্ডস তারকা কোডি গাকফো। ১-১ গোলে দলকে সমতায় ফেরান তিনি। এরপর ৭০ মিনিটে লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর পেনাল্টিতে ২-১ গোলে এগিয়ে যায় অল রেডরা। খেলার শেষ দিকে ২-২ সমতায় ফেরে ম্যানইউ।

খেলার শেষ দিকে আবারো গোল করার সুযোগ পান আমাদ। হাতের নাগালে সুযোগ পেয়েও গোল করতে পারেননি আইভরি কোস্টের এই উইঙ্গার। তার হেড করা বলটি পাশ কেটে যায় গোল বারের বাইরে।

খেলা শেষে পয়েন্ট টেবিলের দিকে তাকালে লিভারপুলই ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। আর ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আর্সেনাল। লিভারপুলের সাথে ড্র করে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম অবস্থানে রয়েছে ম্যানইউ।


আরো সংবাদ



premium cement