০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বিদেশী কোচ, ফুটবলার বদল করবে ব্রাদার্স

ব্রাদার্স ইউনিয়ন - ছবি : সংগৃহীত

এবারের লিগের অন্যতম শক্তিশালী দল ব্রাদার্স ইউনিয়ন। তবে সেরা তিনে নেই তারা। যদিও দলটিতে আছেন জাতীয় দলের একাধিক ফুটবলার।

এর মধ্যে ইনজুরিতে পড়েছেন এবারের লিগের প্রথম হ্যাটট্রিককারী গাম্বিয়ার মোস্তফা দ্রামেহ। সাথে মাডে সিসেও। একইসাথে লিগের কোচ বদল করারও চিন্তাভাবনা চলছে দলটিতে। কারণ গাম্বিয়ার ওমর সিসে তেমন কারিশমা দেখাতে পারছেন না। তাই তাদের বিকল্প খোঁজা হচ্ছে। অবশ্য প্রথম পর্ব শেষে ক্লাবের অবস্থানের উপর বিষয়টি নির্ভর করছে বলে জানান ম্যানেজার আমের খান।

এদিকে লিগের দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি দু’বিদেশীকে বাদ দেয়ার চিন্তা করলেও এখন তারা পূর্ন ফিট ও ফর্মে থাকায় তাদের আর বাদ দেয়া হচ্ছে না বলে জানান ক্লাব সভাপতি টিপু সুলতান।


আরো সংবাদ



premium cement