০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

মহিলা ফুটবল লিগে পুল প্রথা!

৬ মাসের লিগ, ম্যাচ হবে ৯০টি
বাংলাদেশ মহিলা ফুটবল দল - ছবি : সংগৃহীত

বাংলাদেশের পুরুষ ফুটবল মাঝে যে খেই হারিয়ে ফেলেছিল সেটির অন্যতম কারণ পুল প্রথা এবং জেন্টেলমেন অ্যাগ্রিমেন্ট। ঢাকার শীর্ষ কয়েক ক্লাবের অদূরদর্শী কিছু কর্মকর্তার কারণে ঢাকা প্রিমিয়ার লিগে এই দু’প্রথা চালু হয়। এতে ফুটবলারদের পারশ্রমিক রাতারাতি কমে যায়। মাঠে খেলার আকর্ষনও নামে তলানিতে। এই বাজে দিক থেকে শিক্ষা নিয়েই বাফুফের সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন তার সময়ে নিষিদ্ধ করেন পুল প্রথা। ফলে এখন দেশী ফুটবলাররা সিজনে কোটি টাকা করেন পাচ্ছেন। মহিলা লিগেও কয়েক ক্লাব পুল প্রথার দাবি করলেও তা হালে পানি পায়নি সালাহউদ্দিনের কারণে। তবে এবারের মহিলা ফুটবল লিগ পুল প্রথা ফিরে আসছে।

রোববার (৫ জানুয়ারি) দেশের শীর্ষ ১০ ক্লাব এবং মহিলা লিগের ক্লাবগুলোর সাথে আসন্ন মহিলা লিগ নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে।

সভা শেষে বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন জানান, ‘এ সভায় লিগকে আরো আকর্ষনীয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ন করতে পুল প্রথার দাবি করে ক্লাবগুলো। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এবারের মহিলা লিগে প্রবর্তিত হচ্ছে পুল প্রথা।’

তিনি বলেন, ‘গত কয়েক লিগে একটি ক্লাব সব ভালো খেলোয়াড়দের নিয়ে রেখে দিত। এদের সবাই খেলার সুযোগ পেত না। অথচ ভালো খেলোয়াড়ের অভাবে অন্য দলগুলো শক্তিশালী হতে পারত না। তাই সব দলের মধ্যে শক্তির ভারসাম্য আনার জন্য আমরা এবার মহিলা লিগে পুল প্রথা প্রবর্তন করতে যাচ্ছি।’

নারী ফুটবল লিগে ম্যাচের সংখ্যা বৃদ্ধিরও পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ফিফার দেয়া গাইড লাইন অনুযায়ী এবারের মহিলা লিগ ছয় মাসব্যাপী এবং ৯০ ম্যাচের করার পরিকল্পনা রয়েছে। এতে বাংলাদেশের ফুটবলাররা ফিফার রেজিস্ট্রেশনে অর্ন্তভুক্ত হবে। সাথে বিশ্ব ফুটবলে স্বীকৃতি পাওয়া। কিরন জানান, আমরা সাফ অঞ্চলে চ্যাম্পিয়ন। অথচ আমাদের লিগ ফিফা স্বীকৃত হবে না তা তো হয় না।’

ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মানস বোস বাবুরাম জানান, অবশ্য ক্লাব গুলো এ জন্য মাসে ১০ লাখ টাকা করে চেয়েছে বাফুফের কাছে। ফিফা এজন্য কিছু টাকা দেবে বলে জানান কিরন। তবে পুল প্রথার বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান।

সভায় বাফুফের সেক্রেটারি যেমন ছিলেন না, তেমনি শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস, মোহামেডান, ঢাকা আবাহনীর কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। চট্টগ্রাম আবাহনী, পুলিশ এবং রহমতগঞ্জ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি অনুষ্ঠিত মোংলায় হরিণের গোশতসহ আটক ৬ নৌ-বিমান দুর্ঘটনায় অস্ট্রেলিয়ায় নিহত ৩ ফেনীতে মিথ্যা মামলার বাদি-সাক্ষীর বিরুদ্ধে বিচারকের মামলা হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে জনগণ ইতিবাচকভাবে নেয়নি : রিজভী টিউলিপকে প্রশ্ন করায় ব্যারিস্টার আরমানের বাড়িতে অভিযান সরিষাবাড়ীতে ট্রেন-ট্রাক দুর্ঘটনায় আহত ৩, ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা চীনের তিব্বতে হতাহতের ঘটনায় জামায়াতের শোকবাণী রংপুরে আন্দোলনে গুলি চালানোর মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার সাভারে বিপিএটিসির স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ কানাডাকে অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্রের মানচিত্র প্রকাশ ট্রাম্পের

সকল