০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ফুটবলারদের উন্নয়নই ছোটনের কাজ

বাফুফেতে যোগ দিয়েছেন ছোটন - ছবি : নয়া দিগন্ত

২০০৮ সাল থেকে বাফুফের কোচ হিসেবে ছিলেন গোলাম রাব্বানী ছোটন। প্রথমে সিনিয়র জাতীয় দল। পরে মহিলা দলের হেড কোচ। ২০২৩ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন করানোর পর দায়িত্ব ছাড়েন।

এর পর হেড কোচ হন সেনাবাহিনী মহিলা দলের। তবে ১ জানুয়ারি থেকে আবার বাফুফেতে যোগ দিয়েছেন ছোটন। এখন তিনি বাফুফের ইয়ুথ ডেভেলপমেন্ট ও এলিট অ্যাকাডেমির প্রধান।

বৃহস্পতিবার তিনি মিডিয়াকে জানান, ‘ফুটবলারদের মানের উন্নয়ন এবং দেশকে ভালো খেলোয়াড় উপহার দেয়াই হলো আমার কাজ। একইসাথে ফুটবলারদের ভালো মানুষ হিসেবেও গড়ে তোলা তার লক্ষ্য।’

এ বছর পুরুষ বয়সভিত্তিক জাতীয় দলের দু’টি টুর্নামেন্ট আছে। এর একটি অনূর্ধ্ব-১৭ এএফসি ফুটবল। বাফুফে এলিট অ্যাকাডেমিতে ৩৫ জন খেলোয়াড় নিয়ে শীগ্রই কাজ শুরু করবেন মহিলা ফুটবলের চ্যাম্পিয়ন এই কোচ। এই এলিট অ্যাকাডেমি প্রতিবারের মতো আসন্ন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগেও খেলবে।


আরো সংবাদ



premium cement