০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

২৫ বছরের জন্য এম এ আজিজ স্টেডিয়াম বাফুফের

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম - ছবি : সংগৃহীত

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বৃহস্পতিবার (২ জানুযারি) আনুষ্ঠানিক ঘোষণায় এ লিজের কথা জানিয়েছে পরিষদ।

একটি আন্তর্জাতিক মানের ফুটবল কমপ্লেক্স করতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য লিজ চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ আবেদনের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা কিছু দিন আগে বলেছিলেন, ১০ বছরের জন্য এ স্টেডিয়াম ফুটবলকে বরাদ্দ দেয়া হচ্ছে। তবে বাফুফে ২৫ বছরের জন্যই স্টেডিয়াম পাওয়ার চেষ্টা করে আসছিল। শেষ পর্যন্ত স্টেডিয়ামের মালিক জাতীয় ক্রীড়া পরিষদ ২৫ বছরের জন্যই বাফুফেকে এম এ আজিজ স্টেডিয়াম লিজ দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) মাহবুব মোরশেদ সোহেল সই করা এক আদেশপত্রে বাফুফেকে ২৫ বছরের জন্য লিজ দেয়ার পাশাপাশি ১২টি শর্ত দিয়েছে।

বাফুফে স্টেডিয়াম কাগজ-কলমে পাওয়ায় এখন ফিফার কাছে কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় চাহিদাপত্র দিতে পারবে। কমপক্ষে ২০ বছরের জন্য স্টেডিয়াম বরাদ্দ না পেলে ফিফার অর্থায়ন পাওয়া যেতো না। এখন বাফুফে তাদের চাওয়া অনুযায়ী ২৫ বছরের জন্যই স্টেডিয়াম পেল।

এম এ আজিজ স্টেডিয়ামের মাঠের মাঝে ক্রিকেট পিচ আছে। এক সময় এখানে ফুটবল বেশ জমতো। ক্রিকেটের সাথে ভাগাভাগি করেই ফুটবল ব্যবহার করতো দেশের অন্যতম পুরাতন এ ভেন্যু। এখন বাফুফে এককভাবে এ স্টেডিয়াম ব্যবহার করবে। নিজেদের মতো করে তারা সাজিয়ে নিতে পারবে ফুটবলের জন্য। আগামী ২৫ বছর এখানে আর ক্রিকেট হওয়ার সম্ভাবনা নেই।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল