নতুন বছরে ব্রাজিলের খেলার সূচি, প্রতিপক্ষ যারা
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জানুয়ারি ২০২৫, ২৩:১০
ফুটবলে মাঠে এখনো ছন্দে ফিরতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মাঠের রেসে টিকে থাকতে বারবার বেগ পেতে হচ্ছে নেইমারদের। ইনজুরি তো আছেই। এ নিয়ে অতিক্রম করছে বিশ্ব ফুটবলের আগামী আসরের দুর্গম পথ। ২০২৪ সালটা পার করেছে অনেকটা বাঁচা মরার লড়াইয়ের মধ্য দিয়ে।
নেইমার-রদ্রিরা লম্বা একটা সময় পার করেছে অস্থায়ী কোচের অধীনে। গেল বছরের ৮ জানুয়ারি দরিভাল জুনিয়রকে পেল সেলেসাওরা। তবুও ধকল কাটিয়ে ওঠতে পারেনি হলুদের সারথিরা। নতুন কোচের নেতৃত্বে এখন পর্যন্ত ভিনি-ক্যাসিমিরোরা খেলেছে ১৪ ম্যাচ। এতে ৬ জয় আর ২ হারে ড্র করেছে ৭টি খেলায়। বিশ্বকাপ বাচাইয়ে ছন্দে ফিরতে না পারায় এখনো হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ব্রাজিল।
এখনো ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে লাতিন টেবিলের তিনে ওঠতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সম্প্রতি নভেম্বরে দুই ড্র দিয়ে বছর শেষ করেছে তারা। ফিফারও শেষ উইন্ডোতে ভেনেজুয়েলা ও উরুগুয়ের সাথের দুই খেলায় স্কোরলাইনও একই ১-১। এর মধ্য দিয়ে বিশ্বকাপের বাছাই টেবিলে পাঁচে নেমে বছর শেষ করল সেলেসাওরা।
লাতিন অঞ্চল থেকে আগামী আসরের টিকিট কাটবে শীর্ষ ছয়টি দল। সপ্তম দলকে খেলতে হবে প্লে-অফ। ব্রাজিল মাঠের পরীক্ষা দিয়ে শীর্ষ ছয়ে জায়গা করে নিতে পারবে। কিন্তু হলুদ জার্সির সাথে এমন হাল মানায় না। যদিও তাদের গেম প্ল্যানার দরিভাল গেল সেপ্টেম্বরে ফাইনাল খেলবে বলেও ভবিষ্যদ্বাণীই করেছেন। এবার সময়ের সাথে নিজেদের টিকিয়ে তোলার অপেক্ষা।
নতুন বছরে ব্রাজিলের সামনে এখন পর্যন্ত ম্যাচ নির্ধারিত হয়েছে ৬টি। সবগুলো ম্যাচই বিশ্বকাপের বাচাই পর্বের। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাথে রয়েছে হাইভোল্টেজ ম্যাচ। এর আগে নেইমার-ভিনিদের বছর শুরু হবে ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে পরীক্ষা দিয়ে। ফলে পয়েন্ট টেবিলের সেরা তিনে জায়গা করে নিতে অপেক্ষা করছে কঠিন পথ।
নতুন বছরের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের প্রতিপক্ষ যারা
২১ মার্চ (শুক্রবার) ব্রাজিল বনাম কলম্বিয়া
২৬ মার্চ (বুধবার) ব্রাজিল বনাম আর্জেন্টিনা
৫ জুন (বৃহস্পতিবার) ব্রাজিল বনাম কলম্বিয়া
১০ জুন (মঙ্গলবার) ব্রাজিল বনাম প্যারাগুয়ে
১০ সেপ্টেম্বর (বুধবার) ব্রাজিল বনাম চিলি
১৫ সেপ্টেম্বর (সোমবার) ব্রাজিল বনাম বলিভিয়া
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা