২০২৫ সালে আর্জেন্টিনার খেলার সূচি, কখন কার মুখোমুখি
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জানুয়ারি ২০২৫, ২২:২০
দুনিয়া দেখা বিশ্ব জয়ের পর থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ২০২৪ সালেও কোপা আমেরিকার শিরোপা জিতে নেন তারা। সদ্য বিশ্বকাপ বাছাইয়েও চমক দেখিয়েছে মেসি ও মার্টিনেজরা। ফিফা র্যাংকিংয়ে শীর্ষস্থানে থেকেই বছর শেষ করেছে লিওনেল স্কলানির শিষ্যরা।
সামনে ২০২৬ বিশ্বকাপ। নতুন বছরের টার্গেট হলো বিশ্বকাপের বাছাইপর্ব ঘিরেই। কনমেবল অঞ্চলদের বাছাইপর্বে টেবিলের শীর্ষ অবস্থান করছেন মেসিরা। ৮ ম্যাচে জয় নিয়ে পয়েন্ট দাঁড়িয়েছে ২৫। এক ড্রসহ আছে তিনটি হার। এরচেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে আছে উরুগুয়।
২০২৫ সালে মোট ছয়টি ম্যাচ খেলবে আকাশিরা। সবগুলোই ম্যাচই বিশ্বকাপ বাছাইপর্বের। এবার মেসিদের সামনে আছে বড় চ্যালেঞ্জ। পয়েন্ট তালিকায় এগিয়ে থাকলেও নতুন বছরে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল ও উরুগুয়ে। আগামীর বিশ্ব ফুটবলের আসরে নিজেদের জানান দিতে পাড়ি দিতে হবে এই কঠিন পথ।
নতুন বছরের মার্চে মাঠে নামবে লিওনেল মেসির দল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২১ মার্চ টেবিলের দুইয়ে থাকা উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর পর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নিজেদের মাঠে মুখোমুখি হবে মেসি-মার্টিনেজরা।
এছাড়া জুন এবং সেপ্টেম্বররে বাছাইপর্বের আরো দুটি করে ম্যাচ খেলবে বিশ্বজয়ীরা। জুনে মাঠে দেখা যাবে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে। আর সেপ্টেম্বরে মুখোমুখি হবে ভেনেজুয়েলা এবং ইকুয়েডরের সাথে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে যাদের মুখোমুখি আর্জেন্টিনা
২১ মার্চ (শুক্রবার) উরুগুয়ে-আর্জেন্টিনা
২৬ মার্চ (বুধবার) আর্জেন্টিনা-ব্রাজিল
৫ জুন (বৃহস্পতিবার) চিলি-আর্জেন্টিনা
১০ জুন (মঙ্গলবার) আর্জেন্টিনা-কলম্বিয়া
১০ সেপ্টেম্বর (বুধবার) আর্জেন্টিনা-ভেনেজুয়েলা
১৫ সেপ্টেম্বর (সোমবার) ইকুয়েডর-আর্জেন্টিনা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা