এবার জয়ে ফিরল ট্রেবলজয়ী সিটি
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ ডিসেম্বর ২০২৪, ২২:৫৭
অবশেষে স্বস্তির জয়ে ফিরল ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি। হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জিতে ২০২৪ সাল শেষ করল ম্যানসিটি। সিটির জন্য এ জয় ছিল আনন্দের। পেপ গার্দিওলার ৫০০তম ম্যাচে এসে এমন জয়ে হতাশা কিছুটা দূর হলো। বছরের শেষ জয়ে টেবিলে পাঁচে উঠে এসেছে সিটি। এই ম্যাচ শেষে সিটির মোট পয়েন্ট দাঁড়াল ৩৫। আর শীর্ষ রয়েছে মোহাম্মদ সালাহর লিভারপুল।
সাভিনিওরের ২১ মিনিটের মাথায় দেয়া গোলে এগিয়ে যাওয়ার পর ৭৪ মিনিটে এই ব্যবধান বাড়িয়েছেন আর্লিং হালান্ড। বাংলাদেশের হামজা ৭০ মিনিটের দিকে বদলি নেমে খেলেছেন বাকি সময়টা।
ফিল ফোডেন যদিও দূরপাল্লার শট নিয়েছিলেন। ড্যানি ওয়ার্ড সেটা গ্রিপ করতে পারেননি। পরে ফিরতি বলে বল জালে পাঠান ব্রাজিলিয়ান এই তারকা। কিন্তু পুরো খেলায় ম্যান সিটির চেয়ে হামজার দলই সুযোগ পেয়েছে বেশি। সুযোগ কাজে লাগাতে পারেনি ল্যাস্টার সিটি। আক্রমণের সুযোগ পেয়েও গোলবার থেকে বল ফেরত এসেছে।
বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা এই খেলোয়াড়কে আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বে লাল-সবুজ জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের বাকি সময়ে চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি লেস্টার। অবনমন অঞ্চলে থাকা দলটি ১৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে অবস্থান করছে হামজার দল। এ নিয়ে সর্বশেষ চার ম্যাচেই হারল লেস্টার সিটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা