০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

প্রিমিয়ার লিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন সালাহ

প্রিমিয়ার লিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন সালাহ - ছবি : সংগৃহীত

প্রিমিয়ার লিগের ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়লেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৮টি ভিন্ন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করার রেকর্ড গড়েন মিশরীয় এই ফরোয়ার্ড। এ নিয়ে এক মৌসুমে ১৭ গোল আর ১৩ অ্যাসিস্টের ম্যাজিকম্যান হলেন সালাহ।

রোববার ওয়েস্টহ্যামের বিপক্ষে মাঠে নেমে বিরতির এক মিনিট আগে লিভারপুলের হয়ে তৃতীয় গোল করেন মোহাম্মদ সালাহ। বক্সের ভেতর থেকে নজর কাড়া দুর্দান্ত শটে জালে বল পাঠান তিনি। এর মধ্য দিয়ে চলতি মৌসুমেই ১৭তম গোলে লিগের শীর্ষ গোলদাতার আসনে জায়গা করে নিলেন লিভারপুলের এই তারকা।

ওয়েস্টহ্যামের ঘরের মাঠে আরো একবার নিজেকে জানান দিলেন মোহাম্মদ সালাহ। এক গোলের সাথে দুই অ্যাসিস্টে দলকে নিয়ে গেছেন অনন্য ‍উচ্চতায়। প্রতিটি খেলায় দুর্দান্ত পারফরমেন্সে ফুটবলের আসরে টিকে থাকার রেসে অপ্রতিরোধ্য হয়ে এগিয়ে যাচ্ছেন এই মিশরীয়ান ফরোয়ার্ড।

এই তারকা খেলোয়াড়ের মৌসুম শেষে লিভারপুল ছাড়ার গুঞ্জন থাকলেও এখনো এ নিয়ে কোনো আলাপ হয়নি। চলতি মৌসুম শেষ হলে সালাহর সাথে চুক্তি শেষ হবে লিভারপুলের।

মৌসুম প্রায় শেষের দিকে। এখনো সালাহর সাথে চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা করেনি লিভারপুল। এজন্য আগামী মৌসুমে সালাহ লিভারপুলে থাকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন।

চুক্তির বিষয়ে মোহাম্মদ সালাহ বলেন, ‘আমি মিডিয়াতে কোনো মন্তব্য করতে চাই না। এটি এখনো দূরের বিষয়।’


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল