০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

উড়ন্ত লিভারপুলের কাছে বিধ্বস্ত ওয়েস্টহ্যাম

উড়ন্ত লিভারপুলের কাছে বিধ্বস্ত ওয়েস্টহ্যাম - ছবি : সংগৃহীত

এবার উড়ন্ত লিভারপুলের কাছে বিধ্বস্ত হলো ওয়েস্টহ্যাম ইউনাইটেড। অদম্য জয়ের রেসে যেন থামার গল্প নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের লন্ডন স্টেডিয়ামে ম্যাচে ৫-০ গোলে জয় তুলে নেয় মোহাম্মদ সালাহর দল। এর মধ্য দিয়ে মাঠের দুর্দান্ত পারফরম্যান্সে বছর শেষ করল লিভারপুল।

সর্বশেষ তিন ম্যাচেই অপ্রতিরোধ্য লিভারপুল করেছে ১৪ (৬, ৩, ৫) গোল। এমন দাপুটে জয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষেই আছে লিভারপুল। ১৮ খেলায় মোট লিভারপুলের পয়েন্ট এখন ৪৫। নটিংহ্যাম ফরেস্ট ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। অন্যদিকে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল।

ওয়েস্টহ্যামের ঘরের মাঠে আরো একবার নিজেকে জানান দিলেন মিশরীয়ান ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এক গোলের সাথে দুই অ্যাসিস্টে দলকে নিয়ে গেছেন অনন্য ‍উচ্চতায়। সেই সাথে চলতি মৌসুমেই ২০ গোল করলেন লিভারপুলের এই তারকা। এ পর্যন্ত প্রিমিয়ার লিগে অ্যাসিস্ট করেছেন ৮টি। সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে এবার ২০তম লিগ শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে লিভারপুল।

স্কাই স্পোর্টসকে মোহাম্মদ সালাহ বলেন, ‘এখন আমার একটাই টার্গেট, লিভারপুলকে লিগ জেতানো। আমি এর অংশ হতে চাই। এবার ট্রফি জেতার জন্য আমি সেরাটা দিয়ে খেলছি। আমাদেরকে খেয়াল করে মাঠে পারফর্ম করতে হবে। আমি জয়ের জন্য আশাবাদী।’

ওয়েস্টহ্যামের বিপক্ষে লিভারপুলের হয়ে প্রথম গোল করেন লুইস দিয়াজ। খেলার ৩০ মিনিটের মাথায় গোলের দেখা পায় তারা। এরপর কোডি গাকপো (৪০ মিনিটে), মোহাম্মদ সালাহ (৪৪ মিনিটে), ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড (৫৪ মিনিটে) ও দিয়াগো জোতা (৮৪ মিনিটে) গোল করেন।

সালার এক গোল ও দুই অ্যাসিস্টে স্বাগতিকদের গোল বন্যায় ভাসিয়ে দেন অলরেডরা। লিভাপুরলের অপ্রতিরোধ্য দেয়াল ভেঙে গোলের প্রতিশোধ নিতে পারেনি ওয়েস্টহ্যাম। ফলে ৫ গোলের ব্যবধানে হারতে হয় স্বাগতিকদের।


আরো সংবাদ



premium cement
ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত ৪৩তম বিসিএস থেকে বাদপড়া ২২৭ জন প্রসঙ্গে যা জানাল সরকার সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান রাজশাহীর কাছে ৭ উইকেটে হারল ঢাকা ক্যাপিটালস ভাঙ্গায় ভ্যানচালকের লাশ উদ্ধার বান্দরবানে ১২টি সম্প্রদায়ের শান্তির লক্ষ্যে সম্প্রীতি মিছিল ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখরের নামে দুদকের মামলা বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশকারী ৩১ ভারতীয় জেলে কারামুক্ত হাওরে একদিকে নদী তীর রক্ষায় শতকোটি খরচ, অনদিকে বেপরোয়া বালু লুট সিলেট সীমান্তে ফের ২ ভারতীয় খাসিয়া আটক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি

সকল