২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছেন ভিনিসিউস, আছে রোনালদো-নেইমারের নাম

- ছবি : নয়া দিগন্ত

ব্যালন ডি অর পেতে পেতেও পাননি ভিনিসিউস জুনিয়র। খুব কাছে গিয়েও হতে হয়েছে হতাশ। তবে সেই দহনে কিছুটা উপশম হয় ফিফা দ্য বেস্ট। এবার আরো একটি পুরস্কার জিতলেন এই ফরাসি তারকা। গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

শুক্রবার দুবাইয়ের গালায় অনুষ্ঠিত হয় গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ১৮ জনকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন তিনি।

এই অ্যাওয়ার্ড জিততে ব্যালন ডি অর জয়ী রদ্রির সাথে বেশ ভালোই লড়াই হয় ভিনিসিয়ুসের। তবে সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত গ্লোব অ্যাওয়ার্ড সকারের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ভিনি।

শুধু সেরা খেলোয়াড়ই নন, সেরা ফরোয়ার্ডের পুরস্কারও জিতেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। যেই পুরস্কার পাবার দৌড়ে ছিলেন আরো ১০ জন। তবে এখানেও বাকিদের পেছনে ফেলেন ভিনিসিউস।

রিয়াল মাদ্রিদের আরো এক তারকা জুড বেলিংহাম জিতেছেন বর্ষসেরা মিডফিল্ডারের পুরস্কার। তবে সেতা উদীয়মান প্লেয়ারের খেতাব জিতেছেন বার্সার লামিন ইয়ামাল। একই সাথেনারী ফুটবলে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি।

পুরস্কার তালিকায় আছে ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের নামও। রোনালদো জিতেছেন মধ্যপ্রাচ্যের বর্ষসেরা ফুটবলারের সম্মাননা পুরস্কার। আর প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নেইমার, থিবো কর্তোয়া ও রিও ফার্দিনান্দ।

ছেলেদের বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ এবং মেয়েদের বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে এফসি বার্সেলোনা। বর্ষসেরা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের ফ্লোরেন্তিনো পেরেজ ও কোচ কার্লো আনচেলত্তি জিতেন বর্ষসেরা কোচের পুরস্কার।


আরো সংবাদ



premium cement