২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হল্যান্ডের পেনাল্টি মিসে আবারো ডুবল সিটি

- ছবি : সংগৃহীত

একে তো চোটের ওপর চোট, এর সাথে দলের তারকা ফুটবলারদের ছন্দহীনতা। ম্যানচেস্টার সিটির করুণ দশার যেন কোনো শেষ নেই। গতকাল জয়টা হাতের মুঠোয় এসেও পড়েছিল। তবে আনির্ং হল্যান্ডের পেনাল্টি মিসের খেসারত হিসেবে আরো একটি ম্যাচে জয় ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলার দলকে।

ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে এভার্টনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আবারো পয়েন্ট হারিয়েছে সিটিজেনরা। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের আপাতত ছয়ে উঠে এসেছে ইংলিশ ক্লাবটি। ১৮ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট ম্যান সিটির। অন্যদিকে অবনমন অঞ্চলের কাছে থাকা এভার্টন ১৭ পয়েন্ট নিয়ে ১৫তম।

অবশ্য চমৎকার শুরু পেয়েছিল সিটি। ১৪ মিনিটে বার্নাদো সিলভার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। জেরেমি ডোকুর পাস থেকে কোনোকুনি শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ মিডফিল্ডার। আক্রমণের ধারা বজায় রেখেও উল্টোর ৩৬ মিনিটে রক্ষণের ভুলে গোল হজম করে বসে তারা। বক্সে ম্যানুয়েল আকঞ্জি বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় গোল করার সুযোগ পেয়ে যান সেনেগালের ফরোয়ার্ড ইলিমান।

এরপর সিটির এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগটি আসে ৫১ মিনিটে। লিগ চ্যাম্পিয়ন দলের ফরোয়ার্ড সাভিনিয়ো বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে চলতি মৌসুমে নিজের ছায়া হয়ে থাকা হল্যান্ড ব্যর্থ হন স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নিতে।

নরয়েজিয়ান ফরোয়ার্ডের দূর্বল শট ঠেকিয়ে দেন জর্ডান গোলরক্ষক পিকফোর্ড। ফিরতি বল হেডে জালে পাঠিলেও কাজে লাগেনি তা, হল্যান্ড যে তখন অফসাইডে ছিলেন। এই নিয়ে সিটির হয়ে সবশেষ ১২ ম্যাচে মাত্র চারবার জালের দেখা পেলেন 'গোলমেশিন' নাম পাওয়া এই ফরোয়ার্ড।

ম্যাচের বাকি অংশে জয়সূচক গোল পেতে মরিয়া আক্রমণ করে সিটি। বল দখলে আধিপত্য রেখে ম্যাচে মোট গোলের লক্ষ্যে ২৩টি শট নেয় ক্লাবটি। যদিও প্রতিপক্ষের বক্সে ভজকট পাকিয়ে আসল গোলটাই আর পাওয়া হয়নি গার্দিওলার শিষ্যদের।


আরো সংবাদ



premium cement