২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টাকা কম পেলেও রহমতগঞ্জে এসে ভালোই হয়েছে : জীবন

ফুটবলার নাবিব নেওয়াজ জীবন - ছবি : নয়া দিগন্ত

টাকা কম পেলেও ঢাকা আবাহনী ছেড়ে রহমতগঞ্জে এসে ভালোই হয়েছে বলে জানিয়েছেন ফুটবলার নাবিব নেওয়াজ জীবন। তিনি বলেন, এখন খেলার সুযোগ পাচ্ছি, গোলও আসছে নিয়মিত।

জীবন জানান, এখন আমার টার্গেট ২০১৮-১৯ সালের লিগে নিজের করা ১৭ গোলকে টপকে যাওয়া। সাথে ফিরতে চাই জাতীয় দলে।

হাভিয়ার কাবরেরাতো আগেই জাতীয় দল থেকে ছিটকে ফেলেন। আর এবারতো ঢাকা আবাহনীও দলে রাখেনি তাকে। বাধ্য হয়ে সামান্য টাকায় রহমতগঞ্জ মুসলিশ ফ্রেন্ডস সোসাইটিতে যোগ দেন নাবিব নেওয়াজ জীবন। আর পুরান ঢাকার এ দলের জার্সিতে পুরনো রূপে স্ট্রাইকারটি। দারুণ ফর্মে আছেন। লিগ এবং ফেডারেশন কাপ মিলিয়ে ম্যাচের চেয়ে বেশি গোল তার। ৬ ম্যাচে ৭ গোল। ফেডারেশন কাপে গত পরশু তার হ্যাটট্রিক ছিল ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। এর আগে লিগের চার ম্যাচে ৪ গোল তার। ফুটবল মৌসুমের শুরুতেই এভাবে গোল পাওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে জীবন।

২০১৫ সালে প্রথম লাল-সবুজ জার্সি গায়ে তোলেন জীবন। এরপর জাতীয় দলে সর্বশেষ ম্যাচ খেলা ২০২২ সালে সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে। সে ম্যাচ গোলশূন্যতে ড্র হয়। পরে ক্যাম্পে এক দিন বিলম্বে আসায় কোচ কাবরেরা তাকে সেই যে বাদ দেন আর বিবেচনাতেই আনেননি। অথচ বাংলাদেশ দল তীব্র স্ট্রাইকার সঙ্কটে ভুগছে আন্তর্জাতিক ম্যাচে। উল্লেখ্য, জাতীয় দলে ৫ গোল আছে জীবনের।

এবার ঘরোয়া লিগে পুরান ঢাকার ছোট্ট দল রহমতগঞ্জ বড় টিমে পরিণত হয়েছে জীবন, শহীদুল আলম সোহেল, মেরাজ হোসেন অপি, রায়হান হাসান, মেহেদী হাসান রয়েল ও তাজউদ্দিনদের উপস্থিতিতে। এখন পর্যন্ত লিগে চার খেলা শেষে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে তারা। তা মোহামেডানের পেছনে থেকে। আর ফেডারেশন কাপে সেই সাদা-কালোদের টপকে গ্রুপের সেরা রহমতগঞ্জ।

তিনি জানান, রহমতগঞ্জে আসার পর দলটিকে ভালো অবস্থানে নিতে আমার দায়িত্ব বেড়ে গেছে। মাঠে নিজে খেলে সেই দায়িত্বটা পালনের চেষ্টা করছি। সেইসাথে গোল পাওয়ার পর আত্মবিশ্বাসও বেড়ে গেছে।

তিনি আরো করেন, আবাহনী ছেড়ে রহমতগঞ্জে এসে টাকা কম পাচ্ছি ঠিকই। তবে নিয়মিত খেলার যেমন সুযোগ পাচ্ছি তেমনি গোলও আসছে প্রায় প্রতি ম্যাচে। এটা আমার জন্য অনেক বড় বিষয়।

ম্যাচের পর ম্যাচে গোলের পরও কি বাংলাদেশ দলে ডাক পাবেন জীবন। এ স্ট্রাইকারের বক্তব্য, জাতীয় দলে খেলাটা অনেক গর্বের, সম্মানের। আমি কিন্তু রেডি বাংলাদেশ দলে খেলার জন্য।

এরপর জাতীয় দল প্রসঙ্গে জীবন বলেন, ‘আমি যখন আবাহনী থেকে জাতীয় দলে খেলেছিলাম তখন বলা হতো আমি নাকি আবাহনীর কোটায় জাতীয় দলে খেলেছি। এখনতো রহমতগঞ্জের হয়ে গোল পাচ্ছি।’

গত সিজনে আকাশী-নীল জার্সিতে খেলার সুযোগই পাননি। লিগে খেলতেন বদলি হিসেবে। ফলে গোল নেই। যদিও ফেডারেশন কাপে দু’টি গোল করেছিলেন। এর আগের মৌসুমে একই দলের জার্সিতে ৫ গোল। এখন রহমতগঞ্জে যদি নিয়মিত প্লেইং টাইম পান তাহলে জীবন বাড়াতে চান গোলের সংখ্যা।

তিনি জানান, ২০১৮-১৯ সিজনে লিগে করা ১৭ গোলকে টপকাতে চাই। তবে বলতে পারলেন না কত বছর পর হ্যাটট্রিক করেছেন এবার।


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামে খেজুর রসের ঐতিহ্যে ভাটা সচিবালয়ে আগুন : তদন্ত কমিটি গঠনের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগে সরকারের নিন্দা কুড়িগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয় নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন, কাজ করছে ২০ ইউনিট ট্রাকচাপায় আহত সেই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা

সকল