২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মধ্য প্রাচ্যের প্রতিপক্ষ খুঁজছে বাফুফে

মধ্য প্রাচ্যের প্রতিপক্ষ খুঁজছে বাফুফে - ছবি : নয়া দিগন্ত

মধ্য প্রাচ্যের প্রতিপক্ষ খুঁজছে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন)।

এ তথ্য নিশ্চিত করেন বাফুফে সেক্রেটারি ইমরান হোসেন তুষার।

ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবল আয়োজনের চেষ্টা করেছিল বাফুফে। সাফ কর্তৃপক্ষ প্রথমে ফেব্রুয়ারিতেই বাফুফেকে এ আসর আয়োজন করতে বলেছিল। তবে পরে এএফসির বয়সভিত্তিক টুর্নামেন্টের ক্যালেন্ডার পিছিয়ে গেলে সাফ এ আসর জুলাইতে নিয়ে যায়।

অবশ্য জুলাইতে ঢাকাতেই হবে খেলা।

প্রথম থেকেই বাফুফে-এর ইচ্ছে ছিল তারুণ্যের উৎসবের অংশ হিসেবে অনূর্ধ্ব-২০ নারী সাফ আয়োজনের। কিন্তু সিডিউল পরিবর্তন হয়ে যাওয়ার পর ফের সাফকে ফেব্রুয়ারিতে এ আসর আয়োজনের সুযোগ দিতে বলেছিল। যদিও বাফুফে-এর সেই অনুরোধ রাখতে পারেনি সাফ। তাই বাফুফে এখন তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ঢাকাতেই বিদেশী দলের সাথে দু’টি প্রীতি ম্যাচ খেলাতে চায় অনূর্ধ্ব-২০ নারী দলকে। এ জন্য মধ্য প্রাচ্যের দেশগুলোর সাথে যোগাযোগ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।


আরো সংবাদ



premium cement