প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে নজির হলেন সালাহ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:৪০
প্রিমিয়ার লিগের ইতিহাসে নজির হলেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে চমক দিয়ে ফুটবল দুনিয়ায় এগিয়ে যাচ্ছেন তিনি। একের পর এক ফুটবলের ইতিহাসে জায়গা করে নিচ্ছেন মিসরীয় এই ফরোয়ার্ড। মাঠের রেসে টিকে থাকার লড়াইয়ে নিজেকে জানান দিচ্ছেন শৈল্পিক ফুটবলে, দুনিয়া মাতিয়ে।
রোববার (২২ ডিসেম্বর) রাতে টটেনহ্যামের বিপক্ষে তাদের মাঠেই বিগম্যাচে ২ গোল করেন মোহাম্মদ সালাহ। নিজেকে ছাড়িয়ে যাওয়ার রাতে সতীর্থদের দিয়ে করালেন আরো ২ গোল। চলতি মৌসুমে উড়তে থাকা লিভারপুলকে দর্শকদের সামনে নতুনভাবে হাজির করানোর প্লে মেকারও যেন মোহাম্মদ সালাহ।
এখন পর্যন্ত লিগে কেবল দুই ম্যাচেই কোনো গোল বা অ্যাসিস্ট পাননি সালাহ। যার একটি ছিল ১৪ই সেপ্টেম্বর নটিংহাম ফরেস্টের বিপক্ষে। অন্যটি ৫ই অক্টোবর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। অন্যান্য সব ম্যাচেই অন্তত একটি গোল বা অ্যাসিস্ট ছিল তার।
চলতি মৌসুমে দুই ম্যাচ বাদে অন্য সব ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টের ভূমিকায় নিজেকে হাজির করেন সালাহ। তার দুর্দান্ত পারফর্মে প্রিমিয়ার লিগের ইতিহাসে জায়গা করে নেন ফুটবলের এই লিজেন্ড।
ইংলিশ ফুটবলের শীর্ষ এই লিগে প্রথম খেলোয়াড় হিসেবে ২৫ ডিসেম্বরের আগে ১০ গোল এবং ১০ অ্যাসিস্ট করা খেলোয়াড় হলেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমেই ১৫ গোল আর ১১ অ্যাসিস্টে নিজেকে নিয়ে যান ইতিহাসের পাতায়।
প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৬ মৌসুম ১০টিরও বেশি গোল ও অ্যাসিস্ট করেছেন এই মিশরীয়ান ফরোয়ার্ড। ফুটবলের আরেক তারকা প্লেয়ার আর্লিং হাল্যান্ডকে পেছনে ফেলে লিগের সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড করেন তিনি।
ফুটবলের এই কীর্তিমান এখন লিভারপুলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। নিজেকে ছাড়িয়ে যাওয়ার মৌসুমে বিলি লিডলকে পেছনে ফেলে লিভারপুলের জার্সিতে করেন ২২৯ গোল। তার চেয়ে এগিয়ে আছেন গর্ডন হজসন ২৪১ গোল, রজার হান্ট ২৮৫ গোল এবং ইয়ান রাশ করেছেন ৩৪৬ গোল। দুরন্ত গতিতে ছুটে চলা এই সালার সামনে যেন এবার ফুটবল দুনিয়ার আরো সব র্কীতি নিজের করে নেয়ার অপেক্ষা। অপেক্ষা ইতিহাসে নিজেকে ছাড়িয়ে যাওয়ার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা