সালাহর চমকে উড়ল লিভারপুল
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪
মোহাম্মদ সালাহ ও লুইস দিয়াজের চমকে উড়তে থাকা লিভারপুল এবার বিধ্বস্ত করল টটেনহ্যামকে। ৬-৩ গোলের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষস্থান আরো পাকাপোক্ত করল অল রেডসরা।
রোববার (২২ ডিসেম্বর) লন্ডনে রাতের ম্যাচে মোহাম্মদ সালাহ ও লুইস দিয়াজের জাদুতে জয় নিশ্চিত করে লিভারপুল।
খেলার ২৩ মিনিটের মাথায় কলম্বিয়ান তারকা লুইস দিয়াজের গোলে প্রথম লিড নেয় লিভারপুল। এরপর ৩৬ মিনিটে আরো এক গোল করেন বিশ্বজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাক অ্যালিস্টার। এতে খেলার ব্যবধান দাঁড়ায় ২-০ এসে।
ইংলিশ মিডফিল্ডার জেমস মেডিসন ৪২ মিনিটে গোল করে উড়তে থাকা লিভারপুলকে থামানোর বার্তা দিয়ে প্রথমার্ধ শেষ করে টটেনহ্যাম।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই চমক দেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। মাঠে টিকে থাকার রেসে ৫৪ ও ৬১ মিনিটে গোল করে দলকে আরো এগিয়ে দেন তিনি। এতেই ৫-১ গোলের লিডে ম্যাচ দখলে নেয় আর্নে স্লটের দল।
আবারো ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টটেনহ্যাম। ক্লান্তিহীন পরফরমেন্সে খেলার ৭২ ও ৮৩ মিনিটে ব্যবধান ৫-৩ করে নেয় টটেনহ্যাম। কিন্তু মাঠের লড়াইয়ে আর পেরে ওঠেনি তারা।
ম্যাচের ৮৫ মিনিটে আবারো জ্বলে উঠেন লুইস দিয়াজ। তার করা দ্বিতীয় গোলে ৬-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন লিভারপুল। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ম্যাচ শেষ করে দিয়াজরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা